হাওয়ালায় টাকা পাচারের সঙ্গে দলাই লামার উপরেও নজরদারি, ধৃত চিনা ব্যবসায়ীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

Last Updated:

তদন্তকারীরা জানতে পেরেছেন, বেআইনি মুদ্রা বিনিময়ের ব্যবসা খুলে প্রতারণার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয়েছিল ওই চিনা নাগরিককে৷

আয়কর দফতরের আধিকারিকদের দাবি অনুযায়ী, দিল্লির মজনু কা টিলা এলাকার বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতি মাসে নগদ প্রায় তিন লক্ষ টাকা দিতেন ৪২ বছর বয়সি ওই চিনা নাগরিক৷ ধৃতের হয়ে কাজ করা কয়েকজন আয়কর দফতরের কর্তাদের কাছে স্বীকার করেছেন, পেং-এর কথা মতো নির্দিষ্ট কয়েকজনের হাতে খামে করে তাঁরা নগদ টাকা পৌঁছে দিতেন৷
advertisement
আয়কর দফতরের তদন্তকারীরা জানাচ্ছেন, নিজের সহযোগীদের সঙ্গে ভারতে নিষিদ্ধ হওয়া চিনা অ্যাপ 'উই চ্যাট'-এ যোগাযোগ রাখতেন ওই ব্যবসায়ী৷ আরও বিশদে তদন্তের জন্য অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে তথ্য পাঠাচ্ছে আয়কর দফতর৷
advertisement
চলতি সপ্তাহের শুরুতেই দিল্লি-এনসিআর-এ বেশ কয়েকজন চিনা নাগরিক এবং তাঁদের স্থানীয় সহকারীদের ডেরায় তল্লাশি চালায় আয়কর দফতরের গোয়েন্দারা৷ তার পরই এই হাওয়ালার চক্রের হদিশ মেলে৷ অভিযুক্তদের ডেরা থেকে বেশ কিছু তথ্য এবং কম্পিউটারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়৷ নগদে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকাও উদ্ধার হয়৷
advertisement
গোটা এই চক্রের মাথা চার্লি পেং৷ ৪২ বছর বয়সি পেং ওরফে লুয়াও সাং ভারতের একটি নকল পাসপোর্ট নিয়ে এ দেশে থাকছিলেন বলে অভিযোগ৷ এর পাশাপাশি বেশ কিছু ভুয়ো সংস্থা তৈরি করে গত দু' তিন বছর ধরসেই তার আড়ালে বিদেশে টাকা পাচার করতেন এই চিনা ব্যবসায়ী৷ সামনে থেকে মেডিক্যাল এবং ইলেক্ট্রিক সরঞ্জামের আমদানি- রফতানির ব্যবসা চালালেও আড়ালে হাওয়ালায় টাকা পাচারই ছিল তাঁর মূল কারবার৷
advertisement
তদন্তকারীরা জানতে পেরেছেন, বেআইনি মুদ্রা বিনিময়ের ব্যবসা খুলে প্রতারণার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয়েছিল ওই চিনা নাগরিককে৷ এর পর মনিপুরের এক মহিলাকে বিয়ে করে সেখান থেকে ভুয়ো পাসপোর্ট জোগাড় করেন তিনি৷
বাংলা খবর/ খবর/দেশ/
হাওয়ালায় টাকা পাচারের সঙ্গে দলাই লামার উপরেও নজরদারি, ধৃত চিনা ব্যবসায়ীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement