India-China : ৫ বছর পর আবার ভারতের জন্য অনলাইন ভিসা সিস্টেম চালু করল চিন! ২২ ডিসেম্বর থেকে কাজ হবে নতুন ওয়েবসাইটে

Last Updated:

Passport : চিনের ভিসা আবেদন ২২ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে বলে ভারতের চিনা রাষ্ট্রদূত জানিয়েছেন।

News18
News18
কলকাতা : চিনের ভিসা আবেদন ২২ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে বলে ভারতের চিনা রাষ্ট্রদূত সু ফেইহং জানিয়েছেন। ভারতে অবস্থিত চিনের দূতাবাস একটি অনলাইন ভিসা আবেদন পোর্টাল চালু করার পরিকল্পনা করছে, যার সম্পূর্ণ তথ্য তাদের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ থাকবে।
X-এ করা এক পোস্টে সু বলেন, আবেদনকারীরা সরাসরি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন। তিনি লিখেছেন, “অনলাইন ভিসা প্রসেসিং অনুমোদন সম্পর্কিত নোটিস চায়না অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেম ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ভারতে চিনা দূতাবাস কর্তৃক আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। আবেদনকারীরা ফর্ম পূরণ ও আবেদনপত্রের নথি আপলোডের সুবিধা পাবেন…।”
advertisement
p class=”pf0″ style=”text-align: justify;”>ভারত ও চিনের মধ্যে ভিসা পরিষেবা ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর স্থগিত করা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রক ২৬ নভেম্বর জানিয়েছিল, চিনা নাগরিকদের জন্য পর্যটন ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা পুনরায় চালু করা হয়েছে
advertisement
আরও পড়ুন- ভয়াবহ অগ্নিকাণ্ড!নিউ ইয়র্কের বাড়িতে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু ২৪ বছরের ভারতীয় ছাত্রীর
ভারতের পররাষ্ট্র মন্ত্রক নাগরিকদের চিনে ভ্রমণ বা চিনের ট্রানজিট নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। অরুণাচল প্রদেশের এক ভারতীয় নারীকে সাংহাই বিমানবন্দরে আটক করার দুই সপ্তাহেরও বেশি সময় পরে সোমবার নয়াদিল্লি এমন ঘোষণা করেছে। ওই মহিলা জাপান যাওয়ার সময় সাংহাই বিমানবন্দরে ট্রানজিট নিতে গেলে তাঁর ভারতীয় পাসপোর্টকে বৈধ বলে মানতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
advertisement
ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জওসয়াল বলেছেন, ‘আমরা আশা করব চিনা কর্তৃপক্ষ এই নিশ্চয়তা দেবে যে, ওদের বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী ভারতীয় নাগরিকদের বেছে বেছে টার্গেট করা হবে না, নির্বিচারে আটক বা হয়রানি করা হবে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India-China : ৫ বছর পর আবার ভারতের জন্য অনলাইন ভিসা সিস্টেম চালু করল চিন! ২২ ডিসেম্বর থেকে কাজ হবে নতুন ওয়েবসাইটে
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement