চিনের সঙ্গে সম্পর্কচ্ছেদ নয়, নিউজ18-এ Exclusive সাক্ষাৎকারে বার্তা রাজনাথ সিংয়ের

Last Updated:
#নয়াদিল্লি: ফের চিনের প্রাচীরে ধাক্কা খেয়েছে জইশের মাথা মাসুদ আজহারকে নিষিদ্ধ জঙ্গি ঘোষণার দাবি। এতে মোদি সরকারের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে, News 18 নেটওয়ার্ককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বুঝিয়ে দিলেন, কিছু ইস্যুকে সামনে রেখে চিনের সঙ্গে সম্পর্কচ্ছেদের পথে হাঁটা বুদ্ধিমানের কাজ হবে না।
রাজনাথ সিং বলেন, এই মুহূর্তে ভারতেরও উচিত চিনের পরিস্থিতিটা বোঝার ৷ কী কারণে এমন সিদ্ধান্ত নিল চিন ৷ সেটি খতিয়ে দেখা উচিত ৷ ভারত একেবারেই হতাশ হয়নি ৷ নিশ্চয়ই কোনও যুক্তিযুক্ত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে চিন ৷ আমাদের এখন বোঝা উচিত যে, কেন এমন একটা সিদ্ধান্ত নিল চিন ?’ রাজনাথ আরও বলেন, ‘এই বিষয়টি নিয়ে চিনের সঙ্গে কথা বলা উচিত ৷ ভারতেরই উচিত তাদেরকে এই সিদ্ধান্তে রাজি করানো ৷’
advertisement
ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি, জইশ-ই-মহম্মদের মাথা, মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিতে ফের রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে বাগড়া দিয়েছে চিন। এ নিয়ে চারবার চিনের প্রাচীরে ধাক্কা। যা ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড়। রাহুল গান্ধি টুইটারে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘দুর্বল মোদি শিকে ভয় পান। ভারতের বিরুদ্ধে চিন পদক্ষেপ করলে মুখ থেকে একটা কথা বের হয় না।’
advertisement
advertisement
তবে, আজ না হলেও আগামিদিনে মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর তকমা দেওয়া হবেই ৷ সেই বিষয়ে আশাবাদী রাজনাথ সিং ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চিনের সঙ্গে সম্পর্কচ্ছেদ নয়, নিউজ18-এ Exclusive সাক্ষাৎকারে বার্তা রাজনাথ সিংয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement