IndiGo Airlines Fined Rs 5 Lakh: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বিমানে উঠতে বাধা! ৫ লক্ষ টাকা জরিমানা ইন্ডিগোর

Last Updated:

Child With Special Needs Denied to Board on IndiGo Flight: ৭ মে রাঁচি-হায়দরাবাদ বিমানের যাত্রী মনীষা গুপ্তা ওই শিশু ও তার বাবা-মায়ের সমস্যার বিষয়টি তুলে ধরার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।

IndiGo Fined ₹ 5 Lakh
IndiGo Fined ₹ 5 Lakh
#নয়াদিল্লি: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে রাঁচি থেকে বিমানে উঠতে না দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা জরিমানার শাস্তি ইন্ডিগো এয়ারলাইন্সের! ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানিয়েছেন, তদন্তে দেখা গিয়েছে “ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফরা এই বিশেষ শিশুর পরিচালনায় গাফিলতি ঘটিয়েছেন যার ফলে পরিস্থিতি আরও তিক্ত হয়।” “আরও সহানুভূতিশীলভাবে শিশুর সঙ্গে আচরণ করলে ওই শিশু শান্ত থাকতে পারত এবং এই ধরনের চরম পদক্ষেপের প্রয়োজনও পড়ত না,” বলা হয়েছে এক বিবৃতিতে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, “বিশেষ পরিস্থিতি অভূতপূর্ব প্রতিক্রিয়ার দাবি রাখে ঠিকই কিন্তু এয়ারলাইন্স কর্মীরা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হন এবং বিমান চলাচলের বিধি ও নীতির ক্ষেত্রে ত্রুটি ঘটান। এই সব কারণেই কর্তৃপক্ষ ইন্ডিগো এয়ারলাইন্সকে ৫ লাখ জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, এই ধরনের পরিস্থিতি রোধ করার জন্য সংস্থা তার বিধিগুলি পুনর্বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পরিবর্তন ঘটাবে।
advertisement
advertisement
গত ৭ মে রাঁচি-হায়দরাবাদ বিমানের যাত্রী মনীষা গুপ্তা ওই শিশু ও তার বাবা-মায়ের সমস্যার বিষয়টি তুলে ধরার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। বিমানের কর্মীরা তাঁদের বিমানে উঠতে দিতে অস্বীকার করেন। ভাইরাল হওয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, মনীষা গুপ্তা জানান, ইন্ডিগো ম্যানেজার চিৎকার করতে থাকেন এবং সবাইকে বলতে থাকেন যে “শিশুটি অস্বাভাবিক”। তিনি আরও জানান, অন্যান্য যাত্রীরা ওই পরিবারের সমর্থনে কথা বলেন এবং বিমানে চাপতে দেওয়ার জন্য অনুরোধ করলেও ফল হয়নি।
advertisement
ইন্ডিগোর সিইও রণজয় দত্ত একটি বিবৃতিতে জানান যে তাঁরা “একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন”। “চেক-ইন এবং বোর্ডিং প্রক্রিয়া জুড়ে অবশ্যই আমাদের উদ্দেশ্য ছিল পরিবারকে বিমানে চাপতে দেওয়া, তবে, বোর্ডিংয়ের সময় শিশুটি দৃশ্যতই আতঙ্কিত ছিল। আমাদের গ্রাহকদের বিনম্র ও সহানুভূতিশীল পরিষেবা প্রদান করা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিমানবন্দরের কর্মীরা নিরাপত্তা নির্দেশিকাগুলি জানেন। তাই কোনও সমস্যা এড়াতেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তাঁরা,” বলেন রণজয় দত্ত।
advertisement
বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এর আগে জানিয়েছিলেন, “এই ধরনের আচরণের বরদাস্ত করা হবে না” এবং “কোনও মানুষকেই যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”
বাংলা খবর/ খবর/দেশ/
IndiGo Airlines Fined Rs 5 Lakh: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বিমানে উঠতে বাধা! ৫ লক্ষ টাকা জরিমানা ইন্ডিগোর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement