Child Trafficking: টাকার লোভে মালিকের মেয়েকে বিক্রির তালে ছিল কাজের মহিলা, সাজানো ছকে জল ঢেলে দিল কারা? জানুন ঘটনাটি...

Last Updated:

Child Trafficking: বিহারের শেখপুরায় ৩.৫ লাখ টাকার লোভে কাজের মেয়ে মালিকের ১৪ বছর বয়সী মেয়েকে তান্ত্রিককে বিক্রি করার ষড়যন্ত্র করেছিল। স্থানীয় লোকদের সতর্কতার কারণে ঘটনা প্রকাশ্যে আসে এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পড়ুন পুরো খবর।

টাকার লোভে মালিকের মেয়েকে বিক্রির তালে ছিল কাজের মহিলা, সাজানো ছকে জল ঢেলে দিল কারা? জানুন ঘটনাটি...
টাকার লোভে মালিকের মেয়েকে বিক্রির তালে ছিল কাজের মহিলা, সাজানো ছকে জল ঢেলে দিল কারা? জানুন ঘটনাটি...
পাটনা: বিহারের শেখপুরা জেলা থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে, যেখানে একটি কাজের মেয়ে মাত্র সাড়ে তিন লাখ টাকার লোভে তার মালিকের ১৪ বছর বয়সী মেয়েকে একটি তান্ত্রিককে বিক্রি করার চেষ্টা করেছিলো। কিন্তু স্থানীয় লোকদের সতর্কতা এবং বুদ্ধিমত্তার কারণে এই ঘৃণ্য ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়ে যায়। পুলিশি তদন্তে এই ঘটনা মানব পাচারের সাথে যুক্ত পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে শেখপুরা জেলার গিরিহিন্দা চৌক নিবাসী বিখ্যাত চক্ষু চিকিৎসক ডঃ ললন প্রসাদের ১৪ বছর বয়সী মেয়ে রিতিকা কুমারী প্রতিদিনের মতো ডিএভি স্কুল, চকন্দ্রার জন্য বেরিয়েছিলো। কিন্তু পথে তার সাথে বাড়ির কাজের মেয়ে মমতা দেবী, মনোজ সাওয়ের স্ত্রী, দেখা হয় এবং সে মেয়েটিকে ভুলভাল বুঝিয়ে তার বাড়িতে নিয়ে যায়।
advertisement
advertisement
বাড়িতে পৌঁছতেই পরিকল্পনা মতো কাজ শুরু করে দেয় এই মহিলা। মমতা মালিকের মেয়ের চায়ে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। এর ফলে সে তখনই অজ্ঞান হয়ে যায়। এরপর মমতা তাকে নিয়ে চেওয়াড়া যাওয়ার বাসে উঠে। দ্রুত তান্ত্রিকের হাতে মেয়েটিকে দিয়েই টাকা পাবার লোভে পাগল হয়ে ওঠে সে৷ কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল।
advertisement
মমতার সাথে বাসে বসা অজ্ঞান মেয়েটিকে দেখে কিছু যাত্রী সন্দেহ করে। তারা কাজের মেয়েকে মেয়েটির সম্পর্কে প্রশ্ন করে। সন্তোষজনক উত্তর না পেয়ে তারা পুলিশ ডাকবে বলে হুমকি দেয়। এটি শুনে মমতা ভয় পেয়ে সত্যি কথা বলে দেয়। এটি শুনে সেখানে উপস্থিত যাত্রীরা হতবাক হয়ে যায়। লোকেরা তৎক্ষণাৎ মেয়েটির বাবাকে এই বিষয়ে জানায় এবং বাসটিকে কলেজ মোড়ের কাছে রেলওয়ে ক্রসিংয়ে থামিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছে বাবা মেয়েটিকে নিজের হেফাজতে নেয় এবং পুলিশকে খবর দেয়।
advertisement
ঘটনার খবর পেয়ে নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মমতাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে যা প্রকাশ পায়, তা আরও চমকপ্রদ ছিলো। মমতা জানায় যে তাকে বাজিদপুরের একটি তান্ত্রিক সলিম খান ৩.৫ লাখ টাকার লোভ দেখিয়েছিলো। তার দারিদ্র্যের কারণে সে এই পরিকল্পনা করেছিলো। শেখপুরা এসপি বলিরাম কুমার চৌধুরী জানিয়েছেন যে কাজের মেয়ের নির্দেশনায় পুলিশ তান্ত্রিক সলিম খানকে বাজিদপুরের বধার থেকে গ্রেপ্তার করেছে। এখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Child Trafficking: টাকার লোভে মালিকের মেয়েকে বিক্রির তালে ছিল কাজের মহিলা, সাজানো ছকে জল ঢেলে দিল কারা? জানুন ঘটনাটি...
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement