Accident Death: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা! পার্টি থেকে আর বাড়ি ফেরা হল না আইটি ইঞ্জিনিয়ারের, পরিবারে শোকের ছায়া
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident Death: ইন্দোরের কানাড়িয়া ব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক আইটি ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পার্টি থেকে ফেরার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।
ইন্দোর: কানাড়িয়া ব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় এক আইটি সংস্থার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। তিনি নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন, তখন হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ওই গাড়ি দ্রুতগতিতে গিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পর একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষ হয়। এই তীব্র সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইন্দোরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য এমওয়াই হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনায় তার এক নারী বন্ধু অল্পের জন্য রক্ষা পান, কারণ কিছুক্ষণ আগেই ইঞ্জিনিয়ার তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসেন।
আরও পড়ুন: ক্যাম্পাসে জুনিয়রদের উপর অকথ্য অত্যাচার, গোপনাঙ্গে ডাম্বেল ঝোলানোর অভিযোগ! ৫ ছাত্র গ্রেফতার
advertisement
advertisement
কানাড়িয়া থানার পুলিশের মতে, এই মর্মান্তিক দুর্ঘটনাটি রাত আনুমানিক ২টার সময় ভান্ডারি রিসোর্টের কাছে ঘটে। মৃত ব্যক্তির পরিচয় ২৮ বছর বয়সী প্রণয় তালরেজা নামে জানা গেছে, যিনি স্টিভ ভিলায় বসবাস করতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি তার এক নারী বন্ধুর সঙ্গে একটি রেস্তোরাঁয় পার্টি করতে গিয়েছিলেন। পার্টি শেষ হওয়ার পর তিনি তার নারী বন্ধুকে বাইপাস এলাকার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেন, ঠিক তখনই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
advertisement
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের সদস্যরা এমওয়াই হাসপাতালে ছুটে যান। মৃতদেহ দেখে তাদের উপর শোকের পাহাড় নেমে আসে। পরিবারের সদস্যদের মতে, প্রণয় একজন স্বনামধন্য আইটি সংস্থায় কর্মরত ছিলেন। তার বাবা একজন ব্যবসায়ী এবং পরিবারের একজন বোনও রয়েছেন। তিনি তার মা-বাবার একমাত্র ছেলে ছিলেন, ফলে এই দুর্ঘটনা গোটা পরিবারের জন্য এক ভয়ঙ্কর ধাক্কা হয়ে এসেছে।
advertisement
আরও পড়ুন: রাতে মাছ খেতেই ভয়ঙ্কর অসুস্থ হলেন ব্যক্তি! নিমেষে শেষ লিভার, কিডনি, আপনিও এই ভুল করছেন না তো?
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জানা গেছে, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসন বারবার দুর্ঘটনা ঘটার পরেও বিষয়টি উপেক্ষা করে চলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 5:28 PM IST