Home /News /national /
লকডাউন পরবর্তী সময়ে বাড়তে পারে শিশু পাচারের ঘটনা: রিপোর্ট

লকডাউন পরবর্তী সময়ে বাড়তে পারে শিশু পাচারের ঘটনা: রিপোর্ট

ঠিক তখনই যেন মাথা চাড়া দিয়ে উঠল দেশের শিশু পাচারের ঘটনা ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনার জেরে মাসের পর মাস লকডাউন ৷ পরিস্থিতি একটু ঠিক হতেই ধীরে ধীরে হালকা হতে শুরু করল লকডাউন ৷ ঠিক তখনই যেন মাথা চাড়া দিয়ে উঠল দেশের শিশু পাচারের ঘটনা ৷সম্প্রতি এক সমীক্ষাতেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য ৷ যার তথ্য রীতিমতো ভয়াবহ ৷ সমীক্ষা অনুযায়ী, লকডাউন পরবর্তী সময়ে ভয়াবহ হতে পারে দেশের শিশু পাচারের অবস্থা ৷ যেহেতু গত মার্চ মাস থেকে দেশ জুড়ে লকডাউন চলছিল, বন্ধ ছিল গোটা দেশের পরিবহণ ব্যবস্থা ৷ সেহেতু শিশু পাচারের ঘটনায় হ্রাস পড়েছিল ৷তবে দেখা গিয়েছে, লকডাউন হালকা হওয়ার পর, যখনই পরিবহণ ব্যবস্থ আগের তুলনায় স্বাভাবিক হয়েছে, তখনই শিশু পাচারের ঘটনা অল্প অল্প করে মাথা চাড়া দিয়েছে উঠেছে ৷ সমীক্ষায় আসা তথ্য অনুযায়ী, লকডাউন ও অতিমারির ফলে বিশেষভাবে শিশু পাচারের ঘটনা ঘটছে পরিযায়ী শ্রমিক এবং পর পর দেশে আসা ঝড় ও বন্যায় কবলিত মানুষ বা পরিবারের মধ্যে থেকেই ৷ আর এক্ষেত্রে বরাবরই শিশু কন্যারাই পাচার হচ্ছে বলে সমীক্ষায় এসেছে ৷ অঙ্কের হিসেবে যাঁর পরিমাণ ৮০ শতাংশ ৷CRY -এর মতো শিশু কল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা, যারা কিনা শিশু অধিকার ও শিশু নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি জোর দেয় সেই সংস্থা এই পরিস্থিতিকে একেবারেই গ্রাউন্ড লেভেল থেকে দেখে আসছে ৷ এই সংস্থার অনুমাণ অনুযায়ী, লকডাউন পরবর্তী অবস্থায়, বিশেষ করে অর্থনৈতিক সমস্যাই এই শিশু পাচারের ঘটনাকে বাড়িয়ে তুলছে ৷

Published by:Akash Misra
First published:

Tags: Cry