Tripura News: লক্ষ্য পর্যটন বাড়ানো, এবার আরও এক এয়ারপোর্ট চালুর উদ্যোগ ত্রিপুরায়
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
২০২৩ সালের আগস্টে, ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৈলাশহর বিমানবন্দর পরিদর্শন করে এবং এটিকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেয়। সংস্কারের মধ্যে বিমানবন্দরের উত্তর অংশে ৭০০ মিটার জমি অধিগ্রহণ করে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি করা অন্তর্ভুক্ত। বর্তমানে এই বিমানবন্দরে কোনও নির্ধারিত বাণিজ্যিক বিমান পরিষেবা নেই।
ত্রিপুরা: কৈলাশহর বিমানবন্দর চালুর বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকের সঙ্গে বৈঠক ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহার। উনকোটি জেলার কৈলাশহরে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরটি পরিচালনার বিষয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সম্প্রতি নয়াদিল্লি সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কৈলাশহর বিমানবন্দর দ্রুত চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রকের কার্যালয় এবং কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহনকেও এই বিষয়ে একটি চিঠি লিখেছিলেন। এই অবস্থায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে একটি প্রতিনিধি দল প্রয়োজনীয় সমীক্ষার জন্য কৈলাশহর বিমানবন্দর পরিদর্শন করেন এবং তারা এবিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। সেখানে আধিকারিকগণ মুখ্যমন্ত্রীকে কৈলাশহর বিমানবন্দর চালু করা সম্পর্কে বিশদভাবে অবহিত করেন।
advertisement
advertisement
এই বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের রিজিওন্যাল এক্সিকিউটিভ ডিরেক্টর রাজা কিশোর এবং আগরতলা এমবিবি এয়ারপোর্টের ডিরেক্টর কে সি মীনা।স্থানের অভাবে ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বরে, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) এর ৬ জনের একটি দল UDAN আঞ্চলিক সংযোগপ্রকল্পের (RCS) অধীনে বিমানবন্দরে কার্যক্রম সহজতর করার লক্ষ্যে বিমানবন্দরটি শীঘ্রই শুরু করার জন্য একটি জরিপ পরিচালনা করে।
advertisement
২০২৩ সালের আগস্টে, ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৈলাশহর বিমানবন্দর পরিদর্শন করে এবং এটিকে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দেয়। সংস্কারের মধ্যে বিমানবন্দরের উত্তর অংশে ৭০০ মিটার জমি অধিগ্রহণ করে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি করা অন্তর্ভুক্ত। বর্তমানে এই বিমানবন্দরে কোনও নির্ধারিত বাণিজ্যিক বিমান পরিষেবা নেই।
advertisement
এই এলাকা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গা। সারা বছর উনকোটি আসেন মানুষ। এছাড়া কাছেই সীমান্ত রয়েছে। ফলে অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 28, 2025 10:31 AM IST