রাস্তায় নয় নমাজ পড়া উচিত মসজিদে, দাবি মনোহর সিং খাট্টারের
Last Updated:
নমাজ মসজিদে পড়া রাস্তায় উচিৎ নয় ৷ হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মত প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর সিং খাট্টার ৷ তাংর মত ঈদের সময়েও রাস্তায় নমাজ পড়া উচিৎ নয় ৷
#হরিয়ানা: নমাজ মসজিদে পড়া রাস্তায় উচিৎ নয় ৷ হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মত প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর সিং খাট্টার ৷ তাঁর মত ঈদের সময়েও রাস্তায় নমাজ পড়া উচিৎ নয় ৷ সম্প্রতি গুরুগ্রামে নমাজ পড়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দিয়ে ছিল বলে তিনি দাবি করেছেন ৷
মুখ্যমন্ত্রী খাট্টার আইন শৃঙ্খলা বজায় রাখার তাগিদেই সবার মসজিদে নমাজ পড়া উচিৎ বলে মনে করেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ঠিক দু’দিন আগেই হরিয়ানার গুরুগ্রামের বিভিন্ন জায়গায় শুক্রবারের নমাজ পড়ার সময়ে বিঘ্ন ঘটে। যদিও ঘটনাস্থলে পুলিশ থাকায় কোনও বড় কিছু ঘটেনি বলেই জানা গিয়েছে ৷
advertisement
advertisement
রবিবার মনোহর সিং খাট্টার এই অনুষ্ঠানেই অন্য় এক প্রসঙ্গে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে চিঠি দিয়েছেন ৷ অবিলম্বে পাকিস্তানে রবি নদীর প্রবাহ বন্ধ করা হোক এই দাবি জানিয়ে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাট্টার জানান যে রবি নদীর জল পাওয়ার কথা আসলে ভারতের। তাই এখানকার মানুষই এই নদীর জল ব্যবহার করবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2018 4:43 PM IST