বাংলা ভাগের দাবির বিরুদ্ধে সংসদেই সরব হতে হবে! দলের সাংসদদের নির্দেশ মমতার

Last Updated:

বিজেপির ‘বঙ্গভঙ্গ’ চক্রান্তের বিরুদ্ধে সংসদে মুখ্যমন্ত্রী লড়াইয়ের বার্তা দিয়েছেন দিল্লির সংসদীয় বৈঠকে৷ তাছাড়াও জনসংযোগে জোড় দেওয়ার নির্দেশ মমতার৷

বিজেপির ‘বঙ্গভঙ্গ’ চক্রান্তের বিরুদ্ধে সংসদে লড়াইয়ের বার্তা, দিল্লির সংসদীয় বৈঠকে জনসংযোগে জোড় দেওয়ার নির্দেশ মমতার
বিজেপির ‘বঙ্গভঙ্গ’ চক্রান্তের বিরুদ্ধে সংসদে লড়াইয়ের বার্তা, দিল্লির সংসদীয় বৈঠকে জনসংযোগে জোড় দেওয়ার নির্দেশ মমতার
দিল্লি: বিজেপির ‘বঙ্গভঙ্গ’ চক্রান্তের বিরুদ্ধে সংসদে মুখ্যমন্ত্রী লড়াইয়ের বার্তা দিয়েছেন দিল্লির সংসদীয় বৈঠকে৷ তাছাড়াও জনসংযোগে জোড় দেওয়ার নির্দেশ মমতার৷
আগামিকাল শনিবার, নীতি আয়োগ বৈঠকে উপস্থিতি থাকার জন্য আজ, শুক্রবার দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ সেখানেই বঙ্গভবনে দলীয় সাংসদের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরে নিয়েছেন তিনি৷
advertisement
সূত্রের খবর, সেখানেই তিনি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে নির্দেশ দেন৷ মমতা বলেন, ‘‘বিজেপি বাংলাকে ভাগ করে দিতে চাইছে৷ এর বিরুদ্ধে সংসদে একসঙ্গে লড়তে হবে৷ এরই সঙ্গে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধেও লাগাতার সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যেতে হবে৷’’
advertisement
বিশেষত উত্তরবঙ্গে দলকে ঐক্যবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ বৈঠকে তিনি আরও বলেন,‘‘এখন আমাদের আরও বেশি করে সময় দিয়ে কাজ করতে হবে’’৷ কোচবিহারের ফলাফলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি৷ বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কোচবিহার দারুণ ফল করেছে। ওখানে সকলে একসঙ্গে লড়েছে৷’’
advertisement
তিনি যে নতুন সাংসদদের নিয়েও বেশ আশাবাদী সেই কথাও জানিয়েছেন৷ শতাব্দী রায়কে নতুনদের গাইড করতে নির্দেশ দিয়েছেন৷ সংসদে গত বুধবার অভিষেক বাজেটের বিরোধিতা করে তাঁর বক্তব্য রেখছেন৷ সেই বক্তব্যেরও ঢালাও প্রশংসা করেছেন মমতা৷ তবে তিনি বলেন, সংসদের ভিতর আরও বেশি করে বাংলায় কথা বলতে হবে।
সামনেই বাংলার দুর্গা পুজো৷ সেখানে সাংসদদের নিজের এলাকার পুজো প্যান্ডেল পরিদর্শন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়াও তিনি সাংসদদের আরও বেশি জনসংযোগ বাড়ানোর দিকে মন দিতে বলেন, ‘‘দিল্লি থেকে ফিরেই প্রত্যেক সাংসদকে নিজ নিজ এলাকায় মন দিতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাংলা ভাগের দাবির বিরুদ্ধে সংসদেই সরব হতে হবে! দলের সাংসদদের নির্দেশ মমতার
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement