বিধায়ক হয়েও পড়াশোনা ইতি নয়, বিধানসভা থেকেই পরীক্ষা দিতে ছুটলেন মধুপর্ণা
- Reported by:UJJAL ROY
- news18 bangla
- Published by:Debolina Adhikari
Last Updated:
বাগদা উপনির্বাচনে এই ২৫ বছর বয়সি মধুপর্ণার উপরই আস্থা রাখেন তৃণমূল নেতৃত্ব৷ উপনির্বাচনে ভোট প্রচারে বাগদা এলাকার এ প্রান্ত থেকে সে প্রান্ত চষে বেড়াতে দেখা গিয়েছিল মধুপর্নাকে।
বাগদা: সদ্য ঘটে যাওয়া বাগদা উপনির্বাচনে ৩৩ হাজার ৬৬৪ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে প্রথম নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর।
ঠাকুরনগর ঠাকুরবাড়ির সদস্য কপিলকৃষ্ণ ঠাকুর ও রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে তিনি। কিছুদিন আগেই নিজের পৈতৃক ভিটে, তথা বড়মা বীণাপানি দেবীর ঘর ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছিলেন৷ মতুয়া ভক্তদেরও অনেকে এই লড়াইয়ে সামিল হয়েছিলেন৷
advertisement
advertisement
বাগদা উপনির্বাচনে এই ২৫ বছর বয়সি মধুপর্ণার উপরই আস্থা রাখেন তৃণমূল নেতৃত্ব৷ উপনির্বাচনে ভোট প্রচারে বাগদা এলাকার এ প্রান্ত থেকে সে প্রান্ত চষে বেড়াতে দেখা গিয়েছিল মধুপর্নাকে।
বাড়ি বাড়ি ঢুকে মানুষের মনের কাছে পৌঁছনোর চেষ্টা করেছিলেন। আর তাতে যে তিনি সফল, তা ভোটের ফল প্রকাশের পর থেকেই বোঝা গিয়েছিল৷
advertisement
বিধানসভার অধিবেশনে যোগ দিয়েই বিধানসভার কনিষ্ঠ এই বিধায়ক ছুটলেন পরীক্ষা দিতে। তাঁর পরীক্ষাকেন্দ্রটি পড়েছে বনগাঁতে৷ প্রসঙ্গত, ঠাকুরনগরে অবস্থিত পিআর ঠাকুর গভর্নমেন্ট কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক মধুপর্ণা।
তিনি নতুন প্রজন্মকে রাজনীতিতে আসতে যেমন উৎসাহিত করেন, তেমনই পড়াশোনা চালিয়ে যাওয়াও জরুরি বলে মনে করেন৷ তিনি নতুন প্রজন্মকে রাজনীতি ও পড়াশোনা দুটোই সমান্তরাল ভাবে চালানোর কথা বলেন৷ মধুপর্ণার বক্তব্য ইচ্ছে থাকলেই উপায় হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2024 3:03 PM IST










