Chief Justice Of India: ভারতের ৫১তম প্রধান বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি সঞ্জীব খান্না! চন্দ্রচূড়ের অবসরে নভেম্বরেই নেবেন দায়িত্বভার?

Last Updated:

Chief Justice Of India: দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

Chief Justice Of India
Chief Justice Of India
নয়াদিল্লি: দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম ঘোষণা করলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ১১ নভেম্বর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব নেবেন বিচারপতি খান্না। CJI চন্দ্রচূড়ের অবসরের পরই দায়িত্বগ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতি।
শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির নামটি ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে নিযুক্ত হলেন বিচারপতি সঞ্জীব খন্না। বৃহস্পতিবার তাঁকে পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
advertisement
advertisement
যদিও এখনও প্রধান বিচারপতির পদে আসীন রয়েছেন CJI ডি ওয়াই চন্দ্রচূড়। তবে আগামী ১০ নভেম্বর তাঁর অবসরগ্রহণের কথা। এর পরই, ১১ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি খন্না, দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। (Sanjiv Khanna Next CJI)
advertisement
এদিন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানান,’ ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর, সঞ্জীব খান্নাকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে খুশি হয়েছেন। ১১ ই নভেম্বর, ২০২৪ থেকে কার্যকর করা হবে এই নতুন ঘোষণা।’ উল্লেখ্য. গত ২০২২ সালে করোনাকালে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন ডি ওয়াই চন্দ্রচূড়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chief Justice Of India: ভারতের ৫১তম প্রধান বিচারপতি নিযুক্ত হলেন বিচারপতি সঞ্জীব খান্না! চন্দ্রচূড়ের অবসরে নভেম্বরেই নেবেন দায়িত্বভার?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement