Supreme Court: উত্তরসূরি কে? কেন্দ্রকে নাম পাঠালেন প্রধান বিচারপতি বি আর গাভাই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ২৩ অক্টোবর থেকে পরবর্তী প্রধান বিচাপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার৷
বি আর গাভাইয়ের পর দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত৷ ইতিমধ্যেই প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরি হিসেবে বিচারপতি সূর্য কান্তের নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছেন৷
নভেম্বর মাসেই অবসর নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই৷ এই মুহূর্তে বি আর গাভাইয়ের পর দেশের সবথেকে সিনিয়র বিচারপতি হলেন সূর্য কান্ত৷ আগামী ২৪ নভেম্বর দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন তিনি৷
গত ২৩ অক্টোবর থেকে পরবর্তী প্রধান বিচাপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল কেন্দ্রীয় সরকার৷ রীতি অনুযায়ী, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিদের মধ্যে যিনি সবথেকে সিনিয়র, তাঁকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়৷ সাধারণত বর্তমান প্রধান বিচারপতির অবসরের মাসখানেক আগে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে নিজের উত্তরসূরির নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি৷
advertisement
advertisement
১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে জন্মগ্রহণ করেন৷ ২০১৯ সালের ২৪ মে তিনি প্রথম বার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন৷ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৫ মাস পদে থাকবেন তিনি৷ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ৩৭০ ধারার অবলুপ্তি সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন সূর্য কান্ত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 2:53 PM IST

