Chattisgarh Chief Minister: তফশিলি মুখকেই মুখ্যমন্ত্রী করল বিজেপি! ছত্তিশগড়ে CM হচ্ছেন বিষ্ণু দেও সাই
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ছিলেন এই বিষ্ণু দেও সাই৷ সেই সময় খনি এবং স্টিল মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি৷ তেইশের বিধানসভা নির্বাচনে উত্তর ছত্তিশগড়ের কুঁকড়ি কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক ইউডি মিঞ্জকে পরাজিত করে জয়ী হয়েছেন বিষ্ণু৷
ছত্তিশগড়: সমস্ত জল্পনার শেষ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ের অন্যতম তফশিলি মুখকেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করল বিজেপি৷ বিজেপির ঘোষণা অনুযায়ী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ছত্তিশগড় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিষ্ণু দেও সাই৷ সে রাজ্যের সদ্য নির্বাচিত ৫৪ বিজেপি বিধায়কের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরে অবশেষে নাম ঘোষণা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের৷
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর পরে এই নিয়ে দ্বিতীয়বার তফশিলি সম্প্রদায়ের কোনও নেতা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন৷ লোকসভা নির্বাচনে টানা ৪ বারের জয়ী প্রার্থী বিষ্ণু দেও সাই সে রাজ্যের অত্যন্ত প্রভাবশালী সাহু (তেলি) সম্প্রদায়ের প্রতিনিধি৷ ছত্তিশগড়ের দুর্গ, রায়পুর এবং বিলাসপুর ডিভিশনে যথেষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে এই সম্প্রদায়ের৷
#WATCH | Raipur: BJP leader Vishnu Deo Sai to become the next Chief Minister of Chhattisgarh. pic.twitter.com/PtAOM52JKa
— ANI (@ANI) December 10, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: আরও বড় বিপদে পড়তে চলেছেন জ্যোতিপ্রিয়? রেশন দুর্নীতি কাণ্ডে আসছে ED-র চার্জশিট, বিস্ফোরক দাবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ছিলেন এই বিষ্ণু দেও সাই৷ সেই সময় খনি এবং স্টিল মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি৷ তেইশের বিধানসভা নির্বাচনে উত্তর ছত্তিশগড়ের কুঁকড়ি কেন্দ্র থেকে কংগ্রেস বিধায়ক ইউডি মিঞ্জকে পরাজিত করে জয়ী হয়েছেন বিষ্ণু৷
advertisement
রায়গড় লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪, পর পর চারবার জয়ী হয়েছেন বিষ্ণু৷ তার আগে ছত্তিশগড়ের তাপকাড়া বিধানসভা কেন্দ্র থেকে ১৯৯০ এবং ১৯৯৩ সালে জয়ী হয়েছিলেন তিনি৷
আরও পড়ুন: মাসে মাসে ১৫০০ টাকা! সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার, বিজেপির ‘উত্তরে’ কল্পতরু মমতা
তেইশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূপেশ বাঘেল সরকারকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছে পদ্ম শিবির৷ ছত্তিশগড়ে ৯০টি বিধানসভা আসনের মধ্যে ৫৪টি পেয়েছিল বিজেপি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Chhattisgarh
First Published :
December 10, 2023 4:49 PM IST