Chhattisgarh News: ছত্তিশগড়ে ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তে মৃত্যু ৭ জনের! কারখানা এলাকা ঘিরে ফেলল পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chhattisgarh News: জানা গিয়েছে, ছত্তিশগড়ের বলোদা বাজার জেলার একটি ইস্পাত কারখানায় কয়লার চুল্লিতে বিস্ফোরণ হয়।
রায়পুর: ছত্তিশগড়ের একটি ইস্পাত কারখানায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ বিস্ফোরণের খবর মিলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। অনেক শ্রমিক আহত হয়েছেন। উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ছত্তিশগড়ের বলোদা বাজার জেলার একটি ইস্পাত কারখানায় কয়লার চুল্লিতে বিস্ফোরণ হয়। ঘটনার সময়ে একদল শ্রমিক চুল্লির আশেপাশের জায়গা সাফাই করছিলেন। বিস্ফোরণের কারণে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই ঝলসে যান। আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই কারখানার একাংশ আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে বলোদা বাজার এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে দমকলের গাড়ি পাঠানো হয়।
advertisement
advertisement
পুলিশ আরও হতাহতের ঘটনা এড়াতে এলাকাটি ঘিরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। উদ্ধারকারী দল কারখানার ভিতরে প্রবেশ করে আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, সে ব্যাপারে খোঁজ নিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 1:41 PM IST









