Crime News:ছেড়ে চলে গিয়েছেন প্রথম ৯ জন বউ! দশম পক্ষের স্ত্রীকে পিটিয়ে হত্যা করে শুকনো পাতার স্তূপে লুকিয়ে রাখল স্বামী

Last Updated:

Killer Husband: তদন্ত শুরু করে পুলিশ জানতে পারল নিহত মহিলা ধূলা রামের দশম পক্ষের স্ত্রী৷ এর আগে আরও ৯ বার বিয়ে করেছিল ৩৮ বছর বয়সি ধূলা রাম৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
রায়পুর: একটি খুনের ঘটনার তদন্তে জানা গেল অভিযুক্ত হত্যাকারী মোট ১০ বার বিয়ে করেছিল৷ এই চাঞ্চল্যকর ঘটনা ছত্তীসগঢ় রাজ্যের যশপুর জেলার সালেসা গ্রামের৷ স্থানীয় বাসিন্দা ধূলা রাম তার স্ত্রীকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে সম্প্রতি৷ তদন্ত শুরু করে পুলিশ জানতে পারল নিহত মহিলা ধূলা রামের দশম পক্ষের স্ত্রী৷ এর আগে আরও ৯ বার বিয়ে করেছিল ৩৮ বছর বয়সি ধূলা রাম৷ কিন্তু প্রতিবারই গার্হস্থ্য হিংসা ও কদর্য ব্যবহারের অভিযোগে তাকে ছেড়ে চলে যান স্ত্রীরা৷
অভিযোগ, এক বিয়েবাড়ি থেকে শাড়ি এবং খাবার চুরির অভিযোগে দশম স্ত্রীকে সন্দেহ করতে থাকে ধূলা রাম৷ সন্দেহের বশে স্ত্রীকে হত্যার পর পন্দ্রপথ এলাকার লাগোয়া বনে শুকনো পাতার স্তূপে লুকিয়ে রাখে৷ কিছু দিন পর থেকেই তীব্র পচা গন্ধ বেরতে থাকে৷ তখনই জানা যায় পাতার আড়ালে দেহ লুকনো রয়েছে৷
আরও পড়ুন : ‘শাশুড়ি গর্ভপাত করায় স্ত্রীর…ভস্ম ফেলে দিয়ো নর্দমায়’, স্ত্রী-শ্বশুরবাড়িকে দায়ী করে হোটেলে শেষ ভিডিও! রহস্যমৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর
পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করা হয় এক মহিলার পচাগলা দেহ৷ এতটাই পচন ধরেছিল যে তার পরিচয় পর্যন্ত জানা যাচ্ছিল না৷ ক্রমে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে মৃতার নাম বাসন্তী রাই৷ তিনি ধূলা রামের স্ত্রী৷ তদন্তকারীরা জানিয়েছেন জেরায় অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত ধূলা রাম৷ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে সে-ও সম্প্রতি এক বিয়েবাড়িতে গিয়েছিল৷ তার অভিযোগ, ওই বিয়েবাড়ি থেকে টাকা, তেল, শাড়ি, খাবার চুরি করেছিল বাসন্তী৷ এই ‘অপরাধের’ ‘শাস্তি’ স্বরূপ স্ত্রীকে পিটিয়ে হত্যা করে ধূলা রাম৷ তার পর বনে গিয়ে শুকনো পাতার স্তূপে লুকিয়ে রাখে দেহ৷ কিন্তু তীব্র পচা গন্ধে প্রকাশ্যে চলে এল তার কুকীর্তি৷
advertisement
advertisement
পুলিশের ধারণা, ধূলা রামের আতঙ্ক ছিল যে দশম স্ত্রীও তাকে ছেড়ে চলে যাবে আগের ৯ জনের মতোই৷ অবহেলা ও অস্তিত্বহীনতার অনাগত আতঙ্ক থেকে এ বার সে-ই স্ত্রীকে খুন করল বলে ধারণা মনোবিদদের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News:ছেড়ে চলে গিয়েছেন প্রথম ৯ জন বউ! দশম পক্ষের স্ত্রীকে পিটিয়ে হত্যা করে শুকনো পাতার স্তূপে লুকিয়ে রাখল স্বামী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement