Chhattisgarh Encounter: ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী-পুলিশের গুলির লড়াই, নিহত অন্তত ২২ জন মাওবাদী, মৃত ১ জওয়ান, আহত আরও ২
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গত ১৯ জানুয়ারি থেকে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যেই সংঘর্ষে ২০০-র বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে ওই তিন রাজ্যে।
ছত্তিশগড়: ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঁকের জেলায় পুলিশ ও মাওবাদীর গুলির লড়াই, বৃহস্পতিবার সকালে দু’টি পৃথক সংঘর্ষের ঘটনায় নিহত অন্তত ২২ জন মাওবাদী। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, পাল্টা হামলায় ১ জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দুই।
ফের ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য পেল যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের অন্তর্গত বিজাপুর এবং কাঁকের জেলার অবুঝমাঢ়ের জঙ্গল কেঁপে ওঠে মাওবাদী-পুলিশের গুলির লড়াইয়ে। গত কয়েক মাসে ছত্তীসগঢ়ের জঙ্গলে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়। সংঘর্ষে দুই নিরাপত্তাবাহিনীর মৃত্যু হয়, গুরুতর আহত হন ২ জন।
advertisement
গত ১৯ জানুয়ারি থেকে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। ইতিমধ্যেই সংঘর্ষে ২০০-র বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে ওই তিন রাজ্যে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 2:08 PM IST