#রায়পুর: ভোটের সকালে এ কী বিপদ! ভোট দিতে গিয়ে আপনি যদি দেখেন, একজন বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় আপনার নামই নেই, তা হলে যেমন অবস্থা হয়, রায়পুরের বোরিয়াকালার ১ হাজারের বেশি বাসিন্দার সে রকমই অবস্থা৷
আশ্চর্যজনক ভাবে ভোটার তালিকায় প্রায় ১১০০ জনের নামই নেই৷ সূত্রের খবর, বুথ নম্বর ২৪৩-এ নাম নেই ৯৯ জনের৷ বুথ নম্বর ২৪৪-এ ১,০৬১ জনের ভোটার তালিকা থেকে নাম উধাও৷
কেন এই অবস্থা? নির্বাচনী আধিকারিকদের বক্তব্য, ওই ভোটারদের ভোট অন্য বুথে শিফট করে দেওয়া হয়েছে৷ কিন্তু সে ক্ষেত্রে তো জানাতে হবে ভোটারদের? কোনও সদুত্তর দিতে পারেনি নির্বাচনী আধিকারিকরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly Election, Chhattisgarh Election 2018, India Assembly Election 2018