ভোরে মাও-IED কাঁপাল ভোটের দান্তেওয়াড়া
Last Updated:
৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮টিতে প্রথম দফায় ভোট হচ্ছে৷ এর মধ্যে ১২টি আসনই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ বাকি ৭২টি সিটে ভোট হবে ২০ নভেম্বর৷
#দান্তেওয়াড়া: ভোটের ছত্তীসগড়ে প্রথম দিনই ভোরে মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠল দান্তেওয়াড়া৷ মাও অধ্যুষিত এলাকা নামে কুখ্যাত দান্তেওয়াড়ায় ভোর সাড়ে ৫টা নাগাদ একটি IED বিস্ফোরণ হয়৷ তুমাকপাল-নয়নমার রোডে বিস্ফোরণ ঘটায় নকশালরা৷ তবে কোনও হতাহতের খবর নেই৷
এআইজি দেবনাথ (অ্যান্টি-নকশাল অপারেশন) জানিয়েছেন, মাওবাদীদের টার্গেট ছিল নিরাপত্তারক্ষীরা৷ তবে পোলি অফিসার বা নিরাপত্তারক্ষী-- কারওরই কোনও ক্ষতি হয়নি৷ নয়নমারে পোলিং বুথে নিরাপদেই পৌঁছে গিয়েছেন অফিসাররা৷
৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮টিতে প্রথম দফায় ভোট হচ্ছে৷ এর মধ্যে ১২টি আসনই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ বাকি ৭২টি সিটে ভোট হবে ২০ নভেম্বর৷ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ৷ চলবে বিকেল ৫টা পর্যন্ত৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2018 8:53 AM IST