#নয়াদিল্লি: নানা পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কের মাঝে হঠাত্ যৌন হেনস্থার প্যাঁচে বিখ্যাত লেখক চেতন ভগত্৷
ট্যুইটারে লেখকের একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল হতেই, বাঁচতে নিজেই নিজের দোষ স্বীকার করলেন সাহিত্যিক চেতন ভগত্৷ সোশ্যাল মিডিয়ায় সেই হোয়াটসঅ্যাপ মেসেজের সেই ছবি দ্রুত ছড়াচ্ছে৷
তনুশ্রী দত্তকে সমর্থন করে কয়েক দিন আগেই একটি টুইট করেছিলেন দ্য থ্রি মিস্টেকস অফ মাই লাইফ, টু স্টেটস খ্যাত লেখক চেতন ভগত্৷ কিন্তু শনিবার একটি হোয়াটসঅ্যাপ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চেতন বিপাকে৷ সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনে লেখা রয়েছে, চেতন একজন মহিলাকে উত্তেজক মেসেজ পাঠাচ্ছেন৷
And it goes on. Chetan Bhagat @chetan_bhagat pic.twitter.com/xyI9tSgfMc
—
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chetan Bhagat, Me Too, Sexual Assault, Whatsapp, চেতন ভগত্, হোয়াটসঅ্যাপ