ঘুরতে এসে আর ফেরা হল না, কাশ্মীরে পাথর হামলায় মৃত দক্ষিণী পর্যটক
Last Updated:
ভূস্বর্গ চাক্ষুষ করার সাধ ছিল ৷ কিন্তু সেই আশ মিটতে না মিটতে ভূস্বর্গেই চিরনিদ্রায় চলে গেল ২২ বছরের তরতাজা প্রাণ ৷ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ছোঁড়া পাথরের ঘায়ে মারা গেলেন আর থিরুমণি ৷
#জম্মু ও কাশ্মীর: ভূস্বর্গ চাক্ষুষ করার সাধ ছিল ৷ কিন্তু সেই আশ মিটতে না মিটতে ভূস্বর্গেই চিরনিদ্রায় চলে গেল ২২ বছরের তরতাজা প্রাণ ৷ কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ছোঁড়া পাথরের ঘায়ে মারা গেলেন আর থিরুমণি ৷ ঘটনায় গভীর শোক প্রকাশ করে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বললেন, ‘লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ৷’ নিন্দাজনক এই ঘটনার প্রতিবাদে সরব বিভিন্ন মহল ৷
গত সপ্তাহে জঙ্গিদমন অভিযানে চার সাধারণ নাগরিক সহ ২০ জন মৃত্যুর পর থেকেই থমথমে পরিস্থিতি জম্মু-কাশ্মীরে। লাগাতার বনধে কার্যত স্তব্ধ ভূস্বর্গ ৷ একের পর এক সংঘর্ষে জখম স্থানীয় মানুষ থেকে সাধারণ পর্যটকও ৷ এমনকী নজিরবিহীনভাবে পাথর ছোঁড়া হয় পর্যটকদের উপরেও ৷ লাগাতর সংঘর্ষে জখম হন বেশ কয়েকজন ৷
advertisement
advertisement
এরমধ্যেই ছিলেন আর থিরুমণি ৷ বাবা-মায়ের সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন তিনি ৷ সে সময় শ্রীনগর-গুলমার্গ রোডে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছিল বিক্ষোভকারীদের। বাদগাম জেলার নরবলের কাছে আর.থিরুমণিদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। গুরুতর জখম হন থিরুমণি ৷ তাঁর পরিবারের অন্য সদস্যদেরও আঘাত লাগে ৷ মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই তরুণ ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷
advertisement
কড়া ভাষায় ঘটনার প্রতিবাদ করেন বিরোধী দলনেতা ওমর আবদুল্লা ৷ রাজ্যের একজন অতিথির সঙ্গে এ রকম আচরণ এবং তাঁর শোচনীয় পরিণতির তীব্র নিন্দা করেন তিনি ৷ রাজ্যের অশান্ত পরিস্থিতির দায় মেনে নিয়ে মুখ্যমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2018 2:40 PM IST