Wife Swaping | Crime News: ‘বউ বদলের পার্টি’তে দেদার মৌজ! চেন্নাইয়ে বিরাট পর্দাফাঁস পুলিশের, যা হচ্ছিল শুনলে ভিড়মি খাবেন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুলিশ জানিয়েছে, ‘ওয়াইফ সোয়াপিং পার্টি’র নামে ফলাও করে অ্যাড দেওয়া হত সোশ্যাল মিডিয়ায়৷ বেশির ভাগ ক্ষেত্রেই টার্গেট করা হত ‘সিঙ্গল’ পুরুষদের৷ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেক গ্রাহকও পেত সেন্থিল কুমার, চন্দ্রমোহন, শঙ্কর, ভেলরাজেরা৷
চেন্নাই: নামে ‘ওয়াইফ সোয়াপিং পার্টি’৷ অর্থাৎ, বউ বদলের পার্টি৷ সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বিজ্ঞাপনও দেওয়া হত নিয়ম করে৷ শুধু চেন্নাই নয়, কোয়েম্বাটোর, মাদুরাই, সালেম এবং ইরোদের মতো শহরে রীতিমতো রমরমিয়ে চলত এই ‘বউ বদলের পার্টি’৷ একবার নয়, বারবার৷ অবশেষে, এই মৌজ করতে যাওয়াই কাল হল৷ চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হল ৮ জনকে৷ আসলে কী ঘটছিল সেখানে? জানেন..
প্রথমটা নজরে এসেছিল প্রতিবেশীদেরই৷ একটি ফ্ল্যাটে ক্রমাগত অজানা পুরুষদের আনাগোনা৷ বিষয়টি পুলিশকে জানাতেই হল পর্দাফাঁস৷ দেখা গেল, আসলে ‘বউ বদলে’র পার্টির আড়ালে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা৷
পুলিশ জানিয়েছে, ‘ওয়াইফ সোয়াপিং পার্টি’র নামে ফলাও করে অ্যাড দেওয়া হত সোশ্যাল মিডিয়ায়৷ বেশির ভাগ ক্ষেত্রেই টার্গেট করা হত ‘সিঙ্গল’ পুরুষদের৷ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেক গ্রাহকও পেত সেন্থিল কুমার, চন্দ্রমোহন, শঙ্কর, ভেলরাজেরা৷
advertisement
advertisement
তারপরে কিছু মহিলাকে নিজেদের স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিত অভিযুক্তেরা৷ তারপরে ‘স্ত্রী অদলবদলে’র নামে সঙ্গী অদলবদল করত৷ সোশ্যাল মিডিয়ায় ‘ওয়াইফ সোয়াপিং’ নামে পেজও খুলেছিল৷
আরও পড়ুন: ৫ মাসে ৬ বার তলব! জমা দিলেন ছ’হাজার পাতার নথি, ১ ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক
৮ জন অভিযুক্ত ছাড়াও সোমবার ভোরে ওই ফ্ল্যাট থেকে বেশ কয়েকজন মহিলাকেও উদ্ধার করা হয়েছে৷ এঁদের প্রত্যেকেরই বয়স ৩০ থেকে ৪০ জনের মধ্যে৷ এঁরা প্রত্যেকেই বিবাহিত৷ এঁদেরও মোটা টাকার প্রলোভন দেখানো হয়েছিল৷
advertisement
পুলিশ জানিয়েছে, ‘গ্রাহক’ পুরুষদের কাছ থেকে ১৩ থেকে ২৫ হাজার টাকা নিত অভিযুক্তেরা৷ বলা হত, যে যত বেশি টাকা দেবে, সে তত বেশি জন মহিলার সঙ্গে বিচ হাউসে সময় কাটাতে পারবে৷
advertisement
অবশেষে, চেন্নাইয়ের ইস্ত কোস্ট রোডের ওই ফ্ল্যাটের প্রতিবেশীদের তৎপরতায় ফাঁস হয় গোটা বিষয়৷ বর্তমানে পুলিশের হাতে ধরা পড়েছে ওই চক্রের ৮ জন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 09, 2023 1:54 PM IST