Abhishek Banerjee: ৫ মাসে ৬ বার তলব! জমা দিলেন ছ’হাজার পাতার নথি, ১ ঘণ্টার মধ্যেই বেরিয়ে এলেন অভিষেক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১০ অক্টোবর ইডির কাছে তাদের চাওয়া সমস্ত নথি জমা দিয়েছিলেন অভিষেক। সেখানে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব দিয়েছিলেন তিনি৷ দেওয়া হয়েছিল তাঁর বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য।
কলকাতা: জন্মদিনের দিন পেয়েছিলেন ইডি-র নোটিস। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর৷ যদিও হাজিরার ১ ঘণ্টার মধ্যেই সিজিও থেকে বেরিয়েও আসেন তিনি৷ জানান, তাঁকে কিছু নথি নিয়ে সশরীরে আসতে বলা হয়েছিল, তাই তিনি এসেছেন, আবার যেদিন তাঁকে ডাকা হবে, তিনি আসবেন৷ এদিন ইডির কাছে ৬ হাজার পাতার নথি জমা দেন তিনি৷
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বের হন অভিষেক৷ তাঁর পরনে ছিল সাদা রঙের শার্ট৷ বাড়ি থেকে বেরনোর সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাঁকে৷ কালো গাড়িতে ইডি দফতরে পৌঁছন ১১টা বেজে ৫ মিনিট নাগাদ৷
ইডি-সিবিআই মিলিয়ে গত ৫ মাসে ৬ বার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ তারপরে ১৩ জুনও ইডির তলব৷ সেবার পঞ্চায়েতের প্রচার এবং রাজনৈতিক কর্মসূচি থাকায় হাজিরা দেননি অভিষেক। তারপরে ২০ মে সিবিআইয়ের সামনে হাজিরা৷ ১৩ সেপ্টেম্বর ইডির দফতরে হাজিরা৷ ৩ অক্টোবর ফের তলব করে ইডি৷ যদিও রাজনৈতিক কর্মসূচি থাকায় সেবার হাজিরা দেননি অভিষেক৷ এরপরে ফের গত ১০ অক্টোবর তাঁকে তলব করা হয়েছিল৷ তার পরে এই ৯ নভেম্বর হাজিরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: এক বছরে সম্পত্তি বেড়ে ১০ কোটি? ‘সারদা’ টেনে শিশিরের বিরুদ্ধে চিঠি ইডি-সিবিআইকে
কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১০ অক্টোবর ইডির কাছে তাদের চাওয়া সমস্ত নথি জমা দিয়েছিলেন অভিষেক। সেখানে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব দিয়েছিলেন তিনি৷ দেওয়া হয়েছিল তাঁর বিদেশ সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য।
advertisement
সূত্রের খবর, তৃণমূল সাংসদের জমা দেওয়া সেই সব নথির বিষয়েই আরও বিশদে জানতে চাইবেন তদন্তকারীরা। নথি সংক্রান্ত প্রশ্নের বেশ কিছু না-পাওয়া উত্তর পেতেই অভিষেককে জেরা করা হবে বৃহস্পতিবার।
গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্নে সরব হয়েছে তৃণমূল৷ । বিজেপি শিবির অস্বীকার করছে সবটা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 09, 2023 12:11 PM IST