Heart Attack: হাসপাতালে রোগী দেখতে দেখতেই হার্ট অ্যাটাক, ৩৯ বছর বয়সেই শেষ কার্ডিয়াক সার্জন! কেন বাড়ছে এমন পরিণতি?

Last Updated:

হায়দ্রাবাদের এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ সুধীর কুমার জানিয়েছেন, ওই চিকিৎসককে বাঁচানোর জন্য হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা সবরকম চেষ্টা করেন৷

মৃত চিকিৎসক গ্রাডলিন রয়৷
মৃত চিকিৎসক গ্রাডলিন রয়৷
তিনি নিজে একজন কার্ডিয়াক সার্জন৷ হাসপাতালে রোগী দেখতে দেখতে ৩৯ বছর বয়সি সেই চিকিৎসকই হৃদরোগে আক্রান্ত হলেন৷
মৃত ওই চিকিৎসকের নাম গ্রাডলিন রয়৷ তিনি চেন্নাইয়ের সবিতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন৷ গত বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷
হায়দ্রাবাদের এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ সুধীর কুমার জানিয়েছেন, ওই চিকিৎসককে বাঁচানোর জন্য হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা সবরকম চেষ্টা করেন৷ কিন্তু তার পরেও মৃত্যু হয় ওই চিকিৎসকের৷
advertisement
তাঁর কথায়, ওঁর সহকর্মীরা সিপিআর, স্টেন্টিং সহ জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি, ইন্ট্রা- অরোটিক বেলুন পাম্প, এমন কি একমো পদ্ধতিও প্রয়োগ করা হয়৷ কিন্তু ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে যে ক্ষতি হয়েছিল, তা আর পূরণ করা সম্ভব হয়নি৷ ওনার মূল ধমণীতে ১০০ শতাংশ ব্লকেজ ধরা পড়ে৷
advertisement
ওই চিকিৎসক আরও জানান, গ্রাডলিন রয় নামে এই চিকিৎসক একা নন, সাম্প্রতিক সময়ে ৩০ থেকে ৪০ বছর বয়সি তরুণ চিকিৎসকদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অদ্ভুত ভাবে বেডে় গিয়েছে৷
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে কাজ করার ধকলই এই ধরনের মৃত্যুর জন্য দায়ী৷ চিকিৎসকরা অনেকেই সারাদিনে ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন৷ এক একদিনে একটি শিফটেই তাঁরা ২৪ ঘণ্টা কাজ করেন৷
advertisement
এর পাশাপাশি মারাত্মক স্ট্রেস, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া, রোগীদের প্রত্যাশার চাপ, মেডিকো- লিগাল বিষয় নিয়ে চিন্তার মতো বিষয়গুলি চিকিৎসকদের স্বাস্থ্যের উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলছে৷
এ ছাড়াও অনিয়মিত খাওয়া দাওয়া, শারীরিক কসরত না করা, স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যাওয়াও কম বয়সে চিকিৎসকদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার জন্য দায়ী৷ পেশাগত চাপ, অবসাদ, উদ্বেগের মতো বিষয়গুলির উপরে লক্ষ্য না রাখাও চিকিৎসকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Heart Attack: হাসপাতালে রোগী দেখতে দেখতেই হার্ট অ্যাটাক, ৩৯ বছর বয়সেই শেষ কার্ডিয়াক সার্জন! কেন বাড়ছে এমন পরিণতি?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement