SBI Customers Alert!'এই মেসেজ delete না করলে'...সরকারি বার্তা খেয়াল না করলে বিপদ

Last Updated:
#মুম্বই: এসবিআই গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে মেসেজ৷ সোশ্যাল মিডিয়াতে তা হয়েছে ভাইরাল৷ মেসেজে জানানো হচ্ছে যে প্রিয় গ্রাহক, আপনার এসবিআই ব্যাঙ্ক নথির মেয়াদ শেষ হয়েছে৷ এর ফলে অ্যাকাউন্ট ব্লক করা হবে৷ এর ফলে বহু গ্রাহকের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি৷ কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য জমা দেওয়া নথির মেয়াদ কতদিনের, তা অনেকের খেয়াল থাকে না৷ ফলে তড়িঘড়ি ব্যাঙ্কে ছুটছেন অনেকে৷ বা মেসেজের সঙ্গে দেওয়া নম্বরে যোগাযোগ করছেন৷ এতেই লুকিয়ে থাকছে বিপদ৷ এই ভাবে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে৷ ফলে সাবধান থাকতে হবে৷
প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) পক্ষ থেকে এই মেসেজটির তথ্য যাচাই করা হয়েছে৷ তারা জানিয়ে দিয়েছে যে এটি একটি ফেক নিউজ বা ফেক মেসেজ৷ পিআইবি(PIB) জানিয়েছে যে, এসবিআই-এর নাম করে যে মেসেজ আসছে, যেখানে লেখা রয়েছেন যে অ্যাকাউন্টের জন্য দেওয়া নথির সময়সীমা পেরিয়েছে, ফলে অ্যাকাউন্ট ব্লক করা হবে, এটা ফেক (Fake) বা মিথ্যে৷
advertisement
advertisement
advertisement
এভাবে বহু ফিশিং সাইট (phishing site) বা জাল কারবারীরা ফাঁদ পাতছে অনলাইনে৷ এই বিষয়ে গ্রাহকদের সাবধান করেছে পিআইবি৷ আধিকারিকরা জানিয়েছেন যে এধরণের ভুয়ো এসএমএস বা ইমেলের জবাব দেবেন না৷ কারণ এর থেকে গ্রাহকদের মারাত্মক ক্ষতি হতে পারে৷ অ্যাকাউন্ট হ্যাক করে খোয়া যেতে পারে হাজার হাজার টাকা৷ সর্বশান্ত হতে পারেন গ্রাহক৷ তাই এই ধরনের মেসেজ পেলে, বেশি পাত্তা না দিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া শ্রেয়৷
advertisement
SBI-র সচেতন বার্তা SBI-র সচেতন বার্তা
গত মাসে এসবিআই-এর পক্ষ থেকে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয় এধরণের প্রতারণা চক্রের কথা উল্লেখ করে৷ বিভিন্ন ভাবে ইমেল, মেসেজ, ট্যুইট-এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা৷ KYC জমা দেওয়ার নাম করে বহু প্রতারণার শিকার হয়েছেন ব্যাঙ্কের গ্রাহকরা৷ ফলে যে কোনও রকম ফোন কলে কোনও তথ্য না জানাতে আবেদন করা হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SBI Customers Alert!'এই মেসেজ delete না করলে'...সরকারি বার্তা খেয়াল না করলে বিপদ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement