Flight Ticket Booking: বিমানের টিকিট কখন সবচেয়ে সস্তায় পাওয়া যায়? কাটার আগেভাগেই খুঁটিয়ে দেখে নিন কিন্তু

Last Updated:

গত ১৫ বছর বা তারও বেশি সময়ে সিস্টেম আমূল বদলে গিয়েছে। তাহলে এখন কী করণীয়?

বিমানের টিকিট কোন সময় সবচেয়ে সস্তায় পাওয়া যায়? অনেকে বলেন সোমবার মাঝরাতে। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই অ্যাপ খুলে বসেন তাঁরা। কিন্তু এটা একটা মিথ, কোনও সত্যতা নেই। এমনটাই বলছে ভ্রমণ অ্যাপ হপার।
কোথা থেকে এমন মিথের জন্ম হল? হপারের প্রধান অর্থনীতিবিদ হেইলি বার্গ বলছেন, মেশিন লার্নিং রেভেনিউ মডেলের আগে অন্য সিস্টেম চালু ছিল। কর্মীরা শুক্রবার ক্লকআউট করতেন। সপ্তাহান্তে চলত টিকিট বিক্রি। তাঁরা ফের আসতেন সোমবার সকালে। কোনও রুটের টিকিট কম বিক্রি হলে দাম কমানো হত। ফলে মঙ্গলবারের ফ্লাইট অপেক্ষাকৃত সস্তা ছিল। কিন্তু গত ১৫ বছর বা তারও বেশি সময়ে সিস্টেম আমূল বদলে গিয়েছে। এখন আর এমনটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখন কী করণীয়?
advertisement
সপ্তাহের মাঝামাঝি বিমানের টিকিট থাকে সস্তা:
সপ্তাহের মাঝামাঝি বিমান ভাড়া সবচেয়ে কম থাকে। বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার। হপার থেকে পাওয়া তথ্য অনুসারে বুধবার টিকিট কাটলে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রায় ১৫ শতাংশ এবং আন্তর্জাতিক খরচে ৮ শতাংশ সাশ্রয় হয়।
advertisement
বেড়ানোর তারিখ:
যদি কেউ গুগল ফ্লাইট বা হপার-এর ক্যালেন্ডার ভিউ খোলেন তাহলে বুঝতে পারবেন, বেড়ানোর দিন একটু আগুপিছু করে নিলেই হাজার হাজার টাকা বেঁচে যায়। যেমন থ্যাঙ্কসগিভিংয়ের পর রবিবার, বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণের দিনগুলির মধ্যে একটি – ফলে সবচেয়ে ব্যয়বহুল। বার্গ বলছেন, থ্যাঙ্কসগিভিংয়ের পরে সোমবার সকাল ৬টার ফ্লাইটের টিকিটের দাম রাত ৯টার তুলনায় অন্তত ৩০০ ডলার কম। একদম ভোরের ফ্লাইট। হ্যাঁ, ঘুম বিসর্জন দিতে হবে বটে, কিন্তু কড়কড়ে কিছু টাকাও বেঁচে যাবে। বরং সেই টাকায় অন্য কোথাও ঘুরে নেওয়া যায়।
advertisement
অভ্যন্তরীণ ফ্লাইটে বেড়ানোর এক মাস আগে টিকিট কেনা উচিত:
এক্সপিডিয়া এয়ার ট্র্যাভেল হ্যাকস রিপোর্টের ডেটা থেকে জানা যাচ্ছে, শেষ মিনিটের বুকিংয়ের তুলনায় গড়ে অন্তত ২৪ শতাংশ টাকা বাঁচবে যদি এক মাস আগে টিকিট কেনা হয়।
গরমের ছুটির ফ্লাইট বুক জানুয়ারিতেই:
কায়াক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বিমানের টিকিট সবচেয়ে সস্তায় পাওয়া যায়। ক্রিসমাস থেকে নিউ ইয়ারের ছুটি এবং বছরের শুরুতে সাধারণত দাম কম থাকে। আসলে এই সময় চাহিদাও কম থাকে। অগাস্ট মাসে অর্থাৎ গরমের ছুটিতে যদি কেউ ইউরোপ ভ্রমণে যেতে চান তাহলে এই সময় টিকিট কাটাই ভাল। প্রায় ২০ শতাংশ সস্তা হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Flight Ticket Booking: বিমানের টিকিট কখন সবচেয়ে সস্তায় পাওয়া যায়? কাটার আগেভাগেই খুঁটিয়ে দেখে নিন কিন্তু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement