Char Dham Yatra 2022: অক্ষয় তৃতীয়ায় খুলে গেল গঙ্গোত্রী-যমুনোত্রীর দ্বার, শুরু হল চার ধাম যাত্রা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Gangotri-Yamunotri Temples Open: গঙ্গোত্রীর জন্য তীর্থযাত্রীদের দৈনিক সংখ্যা ৭০০০, যমুনোত্রীর জন্য ৪০০০
Char Dham Yatra: মঙ্গলবার থেকে শুরু হল চার ধাম যাত্রা। অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে উত্তরকাশী জেলার গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের দরজা খুলে দেওয়া হল ভক্তদের জন্য। হাজার হাজার ভক্ত, প্রশাসনিক ও মন্দির কমিটির আধিকারিকদের উপস্থিতিতে সকাল ১১.১৫ মিনিটে গঙ্গোত্রীর দ্বার এবং দুপুর ১২.১৫ মিনিটে যমুনোত্রীর দ্বার খোলা হয়।
গঙ্গা এবং যমুনার মূর্তিগুলিকে তাদের শীতকালীন আবাস থেকে তুলে আনা হয় ফুল দিয়ে সজ্জিত অলঙ্কৃত পালকিতে। মন্দির খোলার জন্য পুরোহিতরা বৈদিক আচার শুরু করার আগেই এই মূর্তিগুলিকে পালকিতে তুলে নিয়ে আসা হয়।
advertisement
এই বছর রেকর্ড সংখ্যক তীর্থযাত্রী চারধাম যাত্রায় যেতে আগ্রহী। ২০১৯ সালের পর এই প্রথম কোভিড বিধিনিষেধ ছাড়াই যাত্রা শুরু হয়েছে। যদিও মন্দির পরিদর্শনকারী তীর্থযাত্রীদের সংখ্যার উপর দৈনিক সীমা আরোপ করা হয়েছে। হিমালয়ের উপাসনালয়ে ভক্তদের সীমিত বাসস্থানের কারণে যাতে তীর্থযাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই কারণেই দৈনিক কতজন ভক্ত মন্দির পরিদর্শন করতে পারবেন সেই সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আগেই।
advertisement
গঙ্গোত্রী ও যমুনোত্রীর উদ্বোধনের মাধ্যমেই চারধাম যাত্রার সূচনা হল মঙ্গলবার। কেদারনাথের দরজা খোলা হবে ৬ মে এবং বদ্রীনাথের ৮ মে। গঙ্গোত্রীর জন্য তীর্থযাত্রীদের দৈনিক সংখ্যা ৭০০০, যমুনোত্রীর জন্য ৪০০০, কেদারনাথের জন্য ১২,০০০ এবং বদ্রীনাথের জন্য ১৫,০০০ জন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর স্ত্রীর সঙ্গে মঙ্গলবার গঙ্গোত্রীতে গিয়েছিলেন প্রার্থনা করতে। মন্দিরের দরজার আনুষ্ঠানিক উদ্বোধনের সাক্ষীও ছিলেন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 4:14 PM IST