মুর্শিদাবাদ: স্কুল চলাকালীন তৃণমূলের দলীয় অনুষ্ঠানে চলছে দেদার নাচ গান, হইহুল্লোড়, পাত পেরে জমিয়ে খাওয়া দাওয়া। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সমস্ত রাজনৈতিক সভা মিছিল মাইক বাজানো নিষিদ্ধ। আর এই দিকে স্কুল চলাকালীন কিভাবে এইরকম রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বড়ঞা ২নং অঞ্চলের ৮৪ নিমা প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা। যদিও স্কুলের প্রধান শিক্ষকের সাফাই ১১টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথ ছিল। তবে স্কুলের জায়গার বাইরেই অনুষ্ঠান চলছিল সেইকারনে তিনি কিছু বলতে পারেননি।
স্কুল চলাকালীন তৃণমূলের দলীয় অনুষ্ঠানে চলছে দেদার নাচ গান, হইহুল্লোর, পাত পেরে জমিয়ে খাওয়া দাওয়া। স্কুল চলাকালীন কিভাবে এইরকম রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দিদির সুরক্ষা কবচ কর্মসূচীর বড়ঞা ২নং অঞ্চলের ৮৪ নিমা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের কথা ছিল বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বদের। সেইমত স্কুল পরিদর্শনে আসেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ অন্যান্যরা।
আরও পড়ুন - North 24 Parganas News: রাস্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-র বন্যা! শোরগোল অশোকনগরে
কিন্তু স্কুল পরিদর্শনের পরেই স্কুল চলাকালীন শুরু হয়ে যায় দেদার নাচ গান, হইহুল্লোড়। তারপর পাত পেরে জমিয়ে খাওয়া দাওয়া। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সমস্ত রাজনৈতিক সভা মিছিল মাইক বাজানো নিষিদ্ধ। তবে স্কুল চলাকালীন কিভাবে এইরকম রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করা হল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন - IMD Weather Alert : হু হু করে ঝোড়ো বাতাস, নাছোড় শিলাবৃষ্টি, আবহাওয়ার রুদ্ররূপ জারি, রইল আপডেট
যদিও স্কুলের প্রধান শিক্ষকের সাফাই ১১টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথ ছিল। তবে স্কুলের জায়গার বাইরেই অনুষ্ঠান চলছিল সেই কারণে তিনি কিছু বলতে পারেননি। যদিও বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন, স্কুল চত্বরে কোনও অনুষ্ঠান হয়নি। স্কুলের মাঠে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়েছে। ক্লাস করতে কোনো অসুবিধা হয়নি।বড়ঞা ২নং অঞ্চলের ৮৪ নিমা প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা। যদিও স্কুলের প্রধান শিক্ষকের সাফাই ১১টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথ ছিল। তবে স্কুলের জায়গার বাইরেই অনুষ্ঠান চলছিল সেইকারনে তিনি কিছু বলতে পারেননি।
Pranab Kumar Banerjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mushidabad, School, TMC