Chandrima Bhattacharya: 'যাঁদের হাতে নন্দীগ্রাম আন্দোলনের মানুষজন শহীদ হয়েছিলেন, তাঁরাই আজ শহীদ বেদীতে মাল্যদান করলেন', বিজেপি-কে কটাক্ষ চন্দ্রীমার
- Published by:Rukmini Mazumder
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
শুভেন্দু অধিকারীর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে গোকুলনগর এবং সোনাচূড়ায় নন্দীগ্রাম দিবস পালন করা হয়
নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারীর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে গোকুলনগর এবং সোনাচূড়ায় নন্দীগ্রাম দিবস পালন করা হয়। শহিদ বেদিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শেখ সুফিয়ান-সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সৌমেন মহাপাত্রও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীর নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,' নন্দীগ্রামে আন্দোলনের সময় দেখা যায়নি এখনকার ভুঁইফোড় বিজেপি নেতাকে। সেদিনের আন্দোলনে নন্দীগ্রামের মানুষের একমাত্র পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়'। বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারীকে 'গদ্দার' বলেও সুর চড়ান সুফিয়ান থেকে সায়ন্তিকা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর 'গ্যারেজ' করার বক্তব্য প্রসঙ্গে বলেন,' ভারতবর্ষের কারও শক্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্যারেজ করবেন। যাঁরা এসব কথা বলছেন, তাঁরা নিজেরাই আগামী দিনে গ্যারেজ হয়ে কোথায় চলে যান, তা বাংলার মানুষ দেখতে পাবে'। বিজেপিকে কটাক্ষ করে চন্দ্রিমা ভট্টাচার্য এও বলেন,'যাঁদের হাতে নন্দীগ্রাম আন্দোলনের মানুষজন শহীদ হয়েছিলেন, তাঁরাই আজ শহীদ বেদীতে মাল্যদান
advertisement
করলেন'।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 6:26 PM IST