ফের চাঁদে পাড়ি দিচ্ছে ভারত! ২০২১ সালের শুরুতেই ভারতের চন্দ্রযান ৩ যাবে চাঁদে
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সামান্য দেরি হলেও ভারতের চন্দ্রভিযান নিশ্চিত
#নয়া দিল্লি: আগামী বছরের শুরুতেই চন্দ্রযান-৩ মহাকাশে পাঠাতে চলেছে ভারত৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, সামান্য দেরি হলেও ভারতের চন্দ্রভিযান নিশ্চিত৷
লোকসভায় লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ‘দুটি বায়োলজিকাল ও একটি পদার্থ বিজ্ঞান কেন্দ্রীক গবেষণা করা হবে গগণযান অভিযানের সময়৷’ উল্লেখ্য, এই অভিযানই প্রথম যেখানে মহাকাশে মানুষ নিয়ে পাড়ি দিচ্ছে ভারতের কোনও মহাকাশযান৷
চন্দ্রযান ২ এর ব্যর্থতার পরে ইসরো এবাবে অভিযান নিয়ে যথেষ্ট সতর্ক৷ সেই কারণে যানের পরিকল্পনা, ক্যপাসিটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয়ই আলাদা করে খেয়াল রাখা হচ্ছে৷ সেই কথা মনে করিয়ে দিয়ে জিতেন্দ্র সিং জানিয়েছেন, চন্দ্রযান ২-এর থেকে যে শিক্ষা ইসরো পেয়েছে, সেটি মাথায় রেখেই এই অভিযানের পরিকল্পনা করা হচ্ছে৷ ২০২১ সালের প্রথমার্ধেই চন্দ্রযান যাবে চাঁদে৷
advertisement
advertisement
ইসরোর চন্দ্রযান অভিযানের তৃতীয় প্রচেষ্টা এটি৷ সমস্ত কিছু ঠিক ভাবে হলেও চন্দ্রযান ২-এর সফট ল্যান্ডিংয়ে একটি সমস্যা হয়৷ তাতেই চাঁদের পৃষ্ঠে ভেঙে পড়ে চন্দ্রযান৷ তাতে আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন ইসরো প্রধান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2020 3:01 PM IST