নতুন কৃষি আইন সংশোধনে প্রস্তুত সরকার, জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
বিক্ষোভরত কৃষকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বিতর্কিত তিন কৃষি আইন সংশোধনে প্রস্তুত আছে, জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার । বিক্ষোভরত কৃষকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রবিবার (৭ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের পঞ্চম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় বিরোধী দলগুলোকেও আক্রমণ করেছেন তোমার। তাঁর অভিযোগ, বিরোধী দলগুলো এই ইস্যু নিয়ে রাজনীতি করছে এবং কৃষকদের স্বার্থে আঘাত করছে।
তিনটি কৃষি আইন প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি বৈধতা দেওয়ার দাবিতে গত বছর নভেম্বরে ‘দিল্লি চলো’ যাত্রার ডাক দিয়েছিলেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সেই থেকেই দিল্লি, সিঙ্ঘু এবং টিকরি সীমানায় ঘাঁটি গেড়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। পরবর্তীতে উত্তরপ্রদেশ, রাজস্থানের কৃষকরাও পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের সঙ্গে আন্দোলনে সামিল হন। কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা সত্ত্বেও কোনও সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন আইন বাতিল না হলে আন্দোলন থামবে না। এরই মধ্যে শনিবার বিক্ষোভের শততম দিন পূর্ণ হয়েছে।
advertisement
আর তার একদিন পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ‘কৃষকদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সরকার কৃষি আইনগুলো সংশোধন করতে প্রস্তুত আছে।’
advertisement
পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্রের তৈরি করা নয়া কৃষি আইনে যে সংস্কারগুলি করা হয়েছে তাতে সেই অর্থে কোনও ভুল নেই। কেন্দ্রীয় সরকার সবসময় কৃষকদের পাশেই রয়েছে।
প্রসঙ্গত, গত মাসে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রের প্রস্তাবিত নয়া কৃষি আইন গুলিতে দেশের অন্নদাতাদের কল্যাণের স্বার্থেই সংস্কারগুলি করা হয়েছে। তাঁর যুক্তি ছিল, গত বছরের সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া কৃষি আইন গুলির দ্বারা উপকৃতই হবেন দেশের কৃষকরা। কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।
advertisement
রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করে নরেন্দ্র সিং তোমর বলেন, ’কৃষকদের এই বিক্ষোভে দেশের বিরোধী দলগুলো মদত দিয়ে আদতে কৃষকদের ক্ষতি করে দিচ্ছে। গণতন্ত্রে মতবিরোধের জায়গা থাকতেই পারে তা বলে একটা সমগ্র কৃষক সম্প্রদায়ের ক্ষতি করার অধিকার নেই বিরোধীদের।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2021 9:37 AM IST