Bihar Special Status: বিহারকে দেওয়া যাবে না ‘স্পেশাল স্টেটাস’! স্পষ্ট জানিয়ে দিল মোদির সরকার..এবার কী করবেন নীতীশ?

Last Updated:

চব্বিশের মন্ত্রিসভায় নীতীশের জেডি(ইউ) অন্যতম প্রধান শরিক৷ জোট শরিক হওয়ার আগে শোনা গিয়েছিল, এনডিএ-তে যোগদানের বদলে নীতীশের অন্যতম শর্তই নাকি ছিল বিহারের জন্য স্পেশাল স্টেটাস, বিশেষ কেন্দ্রীয় অনুদান৷ এ নিয়ে সম্প্রতি বিহার মন্ত্রিসভায় একটি বিশেষ প্রস্তাবও পাশ করে জেডি(ইউ)৷ কিন্তু, শেষমেশ সে গুড়ে বালি৷

নয়াদিল্লি: বিহারকে বিশেষ রাজ্যের সুবিধা দিচ্ছে না কেন্দ্র৷ সোমবার বাদল অধিবেশনের শুরুতেই জেডি (ইউ) সাংসদ রামপ্রীত মণ্ডলের করা প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় জানিয়ে দিলেন, কোনও রাজ্যকে বিশেষ সুবিধা দিতে হলে NDC নির্ধারিত কিছু নিয়মবলি রয়েছে৷ সেই নিয়ম অনুযায়ী বিহারকে এই বিশেষ তকমা দেওয়া সম্ভব হচ্ছে না৷ অন্যদিকে, লোকসভায় এই উত্তর শোনার পরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পদত্যাগের দাবি তুলছে লালুপ্রসাদের আরজেডি৷
চব্বিশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নীতীশের জেডি(ইউ) অন্যতম প্রধান শরিক বিজেপির এনডিএ-র৷ শোনা গিয়েছিল, এনডিএ-তে যোগদানের বদলে নীতীশের অন্যতম শর্তই নাকি ছিল বিহারের জন্য স্পেশাল স্টেটাস এবং বিশেষ কেন্দ্রীয় অনুদান৷ এছাড়া নাকি, কেন্দ্রীয় পূর্ণ ও প্রতিমন্ত্রীর পদও চেয়েছিল জেডি(ইউ)৷ কিন্তু, পূর্ণ মন্ত্রিত্ব মেলেনি৷ এবার রাজ্যের বিশেষ স্টেটাসের আবেদনও সরাসরি নাকচ৷ এরপর…
সূত্রের খবর, রাজ্যের স্পেশাল স্টেটাস চেয়ে সম্প্রতি বিহার মন্ত্রিসভায় একটি বিশেষ প্রস্তাবও পাশ করেছে জেডি(ইউ)৷ কিন্তু, শেষমেশ সে গুড়ে বালি৷
advertisement
advertisement
আরও পড়ুন: তাঁদের শপথগ্রহণ ‘অসাংবিধানিক’! এবার সায়ন্তিকা-রেয়াতকেই সরাসরি মেল রাজ্যপালের…কড়া শাস্তির হুঁশিয়ারি
কেন্দ্রের তরফে লিখিত উত্তরে সোমবার জানানো হয়েছে, কোনও রাজ্যকে ‘স্পেশাল ক্যাটেগরি’তে রাখার জন্য ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল বা এনডিসি নির্ধারিত কিছু বৈশিষ্ট্য পূরণ করতে হয়৷ সেই নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট রাজ্যে দুর্গম পার্বত্য এলাকা থাকতে হবে, রাজ্য জনজাতি অধ্যুষিত হতে হবে, লোকসংখ্যা কম হতে হবে, নিয়ন্ত্রণ রেখা বা সীমান্ত সংলগ্ন হতে হবে৷ পাশাপাশি, অর্থনৈতিক ও পরিকাঠানোগত দিক থেকে পিছিয়ে পড়া গোষ্ঠীর হলে তবেই সেই রাজ্যকে ‘স্পেশাল স্টেটাস’ এবং বিশেষ কেন্দ্রীয় অনুদান দেওয়া সম্ভব হবে৷
advertisement
লোকসভার অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার বলেন, ‘‘বিশেষ রাজ্যের তকমা সংক্রান্ত বিহারের আবেদন আগেই একটি ইন্টার মিনিস্টেরিয়াল গ্রুপের সদস্যদের সাহায্যে খতিয়ে দেখা হয়েছিল৷ তারা তাদের রিপোর্ট জমা দিয়েছিলেন ২০১২ সালের ৩০ মার্চ৷ ওই দল এনডিসি-র বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ীই বিহারের পরিস্থিতি খতিয়ে দেখেছিল৷ তারা তাদের রিপোর্টে জানায়, বর্তমানে বিহারের যা পরিস্থিতি, তাতে তা বিশেষ রাজ্যের তকমা পেতে এনডিসি-র বৈশিষ্ট্য পরিপূর্ণ করে না৷’’
advertisement
বাদল অধিবেশন শুরুর একদিন আগেই, জেডি(ইউ), ওয়াইএসআরসিপি এবং বিজেডি বিহার, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার জন্য স্পেশাল স্টেটাসের সুবিধা দাবি করেছিল৷ কংগ্রেসের জয়রাম রমেশের অবশ্য কটাক্ষ, ‘‘আশ্চর্যের বিষয়, এবিষয়ে কিচ্ছুটি বলতে শোনা যাচ্ছে না টিডিপি-কে।’’
আরও পড়ুন: উল্লেখ করতে হবে দোকানদারের নাম? কানওয়াড় যাত্রার সময় যোগী সরকারের বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
বাদল অধিবেশনের আগে আয়োজিত সর্বদলীয় বৈঠকে এনডিএ এমনকি বিরোধী ইন্ডিয়া ব্লকের তরফ থেকেও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার প্রসঙ্গ উঠেছিল৷ এনডিএ শরিক জেডি(ইউ)-র সঞ্জয়কুমার ঝা, কেন্দ্রীয় মন্ত্রী এলজেপি(রামবিলাস)-র চিরাগ পাসওয়ানও এর পক্ষে সওয়াল করেছিলেন৷ গলা মিলিয়েছিল লালুপ্রসাদের আরজেডি-ও৷ যদিও সঞ্জয় ঝা জানিয়েছিলেন, বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়া গেলে, রাজ্যের জন্য কেন্দ্রের বিশেষ অর্থনৈতিক প্যাকেজ পেলেও তাঁরা সন্তুষ্ট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Special Status: বিহারকে দেওয়া যাবে না ‘স্পেশাল স্টেটাস’! স্পষ্ট জানিয়ে দিল মোদির সরকার..এবার কী করবেন নীতীশ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement