Oath Taking Controversy: তাঁদের শপথগ্রহণ ‘অসাংবিধানিক’! এবার সায়ন্তিকা-রেয়াতকেই সরাসরি মেল রাজ্যপালের...কড়া শাস্তির হুঁশিয়ারি

Last Updated:

এক্ষেত্রে, রাজভবনের নির্দেশ না মানার জন্য তাদের জরিমানা পর্যন্ত হতে পারে। এদিন মোট ৩৭টি বিষয় উল্লেখ করে কী কী হতে পারে সে বিষয়ে বিধায়কদের জানানো হয়েছে।

কলকাতা: অধ্যক্ষের কাছে শপথ নিয়ে সঙ্কটে দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার৷ সূত্রের খবর, রাজভবন চিঠি দিয়ে জানিয়েছে শপথ-অসংবিধানে তাঁদের হতে পারে ফাইনও৷ প্রসঙ্গত, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করান৷
এক্ষেত্রে, বিধানসভার রুল বুকের দু’নম্বর চ্যাপ্টারের ৫ নম্বর ধারা অনুসারে তাঁদের শপথ বাক্য পাঠ করানো হয়েছিল বলে জানানো হয়েছিল বিধানসভার তরফে। আজ, সোমবার চিঠি দিয়ে তাঁদের এই শপথকে অসংবিধানিক আখ্যা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
আরও পড়ুন: উল্লেখ করতে হবে দোকানদারের নাম? কানওয়াড় যাত্রার সময় যোগী সরকারের বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
এদিন দুপুরে দুই বিধায়ককে মেল করে তাঁদের শপথ যে সংবিধানসম্মত নয়, সে কথা জানানো হয়েছে। এদিন রাজভবনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে, কোনওভাবেই রুলবুকের দু’নম্বর চ্যাপ্টারের পাঁচ নম্বর ধারা রাজ্যপালের ক্ষমতার ঊর্ধ্বে হতে পারে না।
advertisement
advertisement
এক্ষেত্রে, রাজভবনের নির্দেশ না মানার জন্য তাদের জরিমানা পর্যন্ত হতে পারে। এদিন মোট ৩৭টি বিষয় উল্লেখ করে কী কী হতে পারে সে বিষয়ে বিধায়কদের জানানো হয়েছে।
একইসঙ্গে, জানানো হয়েছে সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করলে প্রতিদিন তাদের ৫০০ টাকা করে ফাইন হতে পারে। গোটা ঘটনায় যারপরনাই বিপাকে দুই বিধায়ক৷ চিঠি পাওয়ার পরই তারা সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়েছেন। তাঁরা এই বিষয়ে অধ্যক্ষের হস্তক্ষেপ চাইছেন।
advertisement
আরও পড়ুন: দুই নারী…কমলা হ্যারিস না মিশেল ওবামা? প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কাকে বেছে নেবেন ডেমোক্র্যাটরা? ঘরেই শুরু লড়াই
অন্যদিকে, আগামিকাল, মঙ্গলবারই বিধানসভায় শপথ নিতে চলেছেন চার নতুন বিধায়ক৷ রাজভবনের আপত্তি সত্ত্বেও চারজন নতুন বিধায়ককেই শপথবাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ ফলে আগামিকালই শপথ নেবেন মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর৷ কিন্তু, তারপর?
advertisement
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘শপথ হবেই। বিধানসভাও আইন মেনে চলে। সেখানে উল্লেখ করা আছে ডেপুটি স্পিকার ও স্পিকারের ক্ষমতা। ধারা অনুযায়ী এই শপথ করানো হয়েছে। আসলে এই রাজ্যপাল হলেন খাঁচায় বন্দি তোতাপাখি। উনি দিল্লির বাবুদের কথায় চলেন।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Oath Taking Controversy: তাঁদের শপথগ্রহণ ‘অসাংবিধানিক’! এবার সায়ন্তিকা-রেয়াতকেই সরাসরি মেল রাজ্যপালের...কড়া শাস্তির হুঁশিয়ারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement