শুধু সরকারী নয়, বেসরকারী কর্মীরাও লাভবান হবেন মোদি সরকারের সিদ্ধান্তে
Last Updated:
শুধু সরকারী নয়, বেসরকারী কর্মীরাও লাভবান হবেন মোদি সরকারের সিদ্ধান্তে
#নয়াদিল্লি: শুধু সরকারী কর্মচারীদের মুখেই নয়, মোদি সরকারের নয়া সিদ্ধান্তে বিপুল লাভবান হবেন বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীরা ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫ শতাংশ ডিএ বাড়ানোর সঙ্গে সঙ্গে করমুক্ত গ্র্যাচুইটির উর্ধ্বসীমা ১০ লাখ থেকে দ্বিগুণ বাড়িয়ে ২০ লাখ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ এর ফলে সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে সব ক্ষেত্রের বেসরকারি কর্মীরাও লাভবান হবেন ৷
গ্র্যাচুইটির সিলিং বদলের জন্য নয়া গ্র্যাচুইটি বিল চলতি মরশুমেই সংসদে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট ৷ সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ১৯৭২ অনুযায়ী এতদিন করমুক্ত গ্র্যাচুইটির উর্ধ্বসীমা ছিল ১০ লাখ টাকা ৷
উর্ধ্বসীমা পরিবর্তনের জন্য সংসদে শীতকালিন অধিবেশনে ‘পেমেন্ট অফ গ্র্যাচুইটি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৭’ পেশ করা হবে বলে জানানো হয়েছে ৷ এই সংশোধনী বিল পাশ হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত ক্ষেত্রের বেতনভোগী কর্মীদের প্রাপ্য গ্র্যাচুইটি ২০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত হবে। এতদিন এই সিলিং ছিল ১০ লাখ টাকা।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2017 11:46 AM IST