রাজ্যে অচলাবস্থায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, মুখ্যমন্ত্রীকে চিকিৎসকদের সঙ্গে কথা বলার আর্জি
Last Updated:
#নয়াদিল্লি: নীলরতন মেডিক্যাল কলেজে চিকিৎসক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে । নিরাপত্তার দাবিতে আন্দোলনরত চিকিৎসক মহল , পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের মুখে সাধারণ মানুষ। এবার রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি ও স্বাস্থ্যভবনের নির্দেশেও কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি । রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করুন-মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ।
পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তত্ত্বাবধানে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি ।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2019 2:23 PM IST