Work From Home| এ বার কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও 'ওয়ার্ক ফ্রম হোম', তৈরি খসড়া প্রস্তাব
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
করোনা-পরবর্তী সময়ের এই বিরাট পরিবর্তনের শরিক কেন্দ্রীয় সরকারও৷ তাই অদূর ভবিষ্যতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের Work From Home বা বাড়ি থেকে কাজ শুরু করার পরিকল্পনা করছে কেন্দ্র৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বের সমাজ থেকে অর্থনীতি, সবই আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে৷ বিশেষ করে Work From Home বা বাড়ি থেকে কাজের উপরে বেশির ভাগ সংস্থাই জোর দিচ্ছে৷ তাতে যেমন অফিস স্পেসের খরচ কমবে, পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্সিংও বজায় রাখা যাবে৷ করোনা-পরবর্তী সময়ের এই বিরাট পরিবর্তনের শরিক কেন্দ্রীয় সরকারও৷ তাই অদূর ভবিষ্যতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের Work From Home বা বাড়ি থেকে কাজ শুরু করার পরিকল্পনা করছে কেন্দ্র৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম চালুর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে কর্মীবর্গ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ পার্সোনেল৷ সেই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে অন্তত ১৫ দিন ওয়ার্ক ফ্রম করবে৷ খসড়া প্রস্তাবে লেখা, কাজের জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিত থাকার পরিমাণ কমাতে হবে৷
advertisement
এর জন্য প্রতিটি ডিপার্টমেন্টে ই-অফিস চালু করতে চলেছে কর্মীবর্গ মন্ত্রক৷ ৭৫টি মন্ত্রক ইতিমধ্যেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করেছে৷ ৫৭টি মন্ত্রক তাদের ৮০ শতাংশ কাজ করছে ই-অফিসে৷ প্রস্তাবে বলা হয়েছে, একটি স্তরের অফিসারদের ভিপিএন দেওয়া হোক, যাতে তাঁরা কোনও সুরক্ষিত নেটওয়ার্কে ইলেক্ট্রনিক ফাইলগুলি দেখতে পারেন৷ এখনও পর্যন্ত ভিপিএন-এর সুবিধা সহ-সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের রয়েছে৷
advertisement
advertisement
এ ক্ষেত্রে সাইবার নিরাপত্তার বিষয়টিও চিন্তার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে বলা আছে, ক্লাসিফায়েড ফাইলের ইন্টারনেটে কোনও ভাবেই দেখা যাবে না৷ তাই কর্মীবর্গ মন্ত্রকের বক্তব্য, ক্লাসিফায়েড ফাইল নিয়ে যাঁদের কাজ করতে হয়, তাঁরা অফিসেই কাজ করবেন৷ বাড়িতে নয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2020 12:34 PM IST