জানুয়ারি থেকে কি মিলবে বিনামূল্যে রেশন? বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে বৃহস্পতিবার তথ্য দিয়ে জানিয়েছেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়া দিল্লি: প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। এই প্রকল্পে দরিদ্রদের প্রতি মাসে ৫ কেজি বিনামূল্যে রেশন প্রদান করা হয়। কিন্তু এর পরেও এই প্রকল্প চলবে কিনা, তা নিয়ে ছিল বিস্তর জল্পনা। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের পরেও এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করতে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে বৃহস্পতিবার তথ্য দিয়ে জানিয়েছেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে।
PMGKAY-প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা, তা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হতে যাচ্ছে। সেপ্টেম্বরে, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সময়সীমা ২১ ডিসেম্বর পর্যন্ত তিন মাস বাড়িয়েছিল।
কৃষি প্রতিমন্ত্রী করন্দলাজে জানান, কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা আবার আসতে শুরু করেছে। কেন্দ্রের প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। তিনি জানান যে গত ২৮ মাসে, সরকার PMGKAY প্রকল্পের অধীনে দরিদ্রদের বিনামূল্যে রেশন বিতরণে ১.৮০ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।
advertisement
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, খাদ্য নিরাপত্তা আইন এবং অন্যান্য কল্যাণমূলক প্রকল্পের অধীনে প্রয়োজনীয়তা মেটাতে সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে।
পিডিএস এবং পিএমজিকেওয়াই-এর মতো কল্যাণমূলক প্রকল্পগুলির জন্য খাদ্যশস্য সংগ্রহ চলছে। কেন্দ্রীয় প্রকল্পে প্রায় ১৮০ লক্ষ টন গম এবং ১১১ লক্ষ টন চাল পাওয়া যায়। গত সপ্তাহে, খাদ্য মন্ত্রক বলেছিল যে ১ জানুয়ারী থেকে প্রায় ১৫৯ লক্ষ টন গম এবং ১০৪ লক্ষ টন চাল পাওয়া যাবে। বাফার নিয়ম অনুসারে, ১৩৮ লক্ষ টন গম এবং ৭৬ লক্ষ টন চাল পাওয়া যাবে।
advertisement
করন্দলাজে জানান, ১৫ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় পুলে প্রায় ১৮০ লাখ টন গম এবং ১১১ লাখ টন চাল পাওয়া গেছে। PMGKAY এপ্রিল ২০২০ সালে চালু হয়েছিল। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশব্যাপী লকডাউনের কারণে গরিবদের সাহায্য করার জন্য PMGKAY ২০২০ সালে চালু করা হয়েছিল।
advertisement
এই প্রকল্পের অধীনে ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে পাঁচ কেজি গম এবং চাল বিনামূল্যে দেওয়া হয়। এখন এই প্রকল্পের ফের মেয়াদ বৃদ্ধি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।
বাংলা খবর/ খবর/দেশ/
জানুয়ারি থেকে কি মিলবে বিনামূল্যে রেশন? বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement