MP Salary Hike: ফের বাড়ছে বেতন, এবার মাসে কত টাকা পাবেন দেশের সাংসদরা? পেনশন, দৈনিক ভাতাও বৃদ্ধি

Last Updated:

শেষ বার ২০১৮ সালে বর্তমান এবং প্রাক্তন সাংসদদের বেতন এবং পেনশন বেড়েছিল৷ বেতনের বাইরেও বর্তমান সাংসদরা অফিস এবং কনস্টিটুয়েন্সি অ্যালাওয়েন্স পান৷

সাংসদদের বেতন বাড়ছে৷
সাংসদদের বেতন বাড়ছে৷
নয়াদিল্লি: লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের বেতন এবং পেনশন বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ আগামী ১ এপ্রিল থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে৷ এ দিন সংসদ বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷
বর্তমানে সাংসদদের বেতন মাসিক ১ লক্ষ টাকা৷ সেই বেতন বেড়ে হচ্ছে মাসিক ১ লক্ষ ২৪ হাজার টাকা৷ সাংসদদের দৈনিক ভাতা ২০০০ টাকা থেকে বেড়ে হল ২৫০০ টাকা৷
advertisement
প্রাক্তন সাংসদদের পেনশনের পরিমাণও বাড়ানো হয়েছে৷ মাসিক ২৫ হাজার টাকার বদলে এবার থেকে ৩১ হাজার টাকা করে পেনশন পাবেন প্রাক্তন সাংসদরা৷ পাঁচ বছরের বেশি যাঁরা সাংসদ ছিলেন, তাঁরা অতিরিক্ত প্রত্যেক বছরের জন্য আরও ২৫০০ টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন৷ এতদিন এই পরিমাণ ছিল ২০০০ টাকা৷
advertisement
শেষ বার ২০১৮ সালে বর্তমান এবং প্রাক্তন সাংসদদের বেতন এবং পেনশন বেড়েছিল৷ বেতনের বাইরেও বর্তমান সাংসদরা অফিস এবং কনস্টিটুয়েন্সি অ্যালাওয়েন্স পান৷ এ ছাড়াও প্রতি বছরে ৩৪ বার দেশের মধ্যে বিমানে বিনামূল্যে যাতায়াত করতে পারেন সাংসদ এবং তাঁদের পরিবারের সদস্যরা৷ ট্রেনের প্রথম শ্রেণিতেও ব্যক্তিগত অথবা সরকারি কাজে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পান সাংসদরা৷ সড়কপথে যাতায়াত করলে পান জ্বালানির খরচ৷
advertisement
এর পাশাপাশি বছরে ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জল বিনামূল্যে পান সাংসদরা৷ সাংসদ থাকাকালীন বিনামূল্যে দিল্লিতে বাড়ি পান তাঁরা৷ সিনিয়রিটি অনুযায়ী সাংসদদের বাংলো, অ্যাপার্টমেন্ট, হস্টেলে থাকার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Salary Hike: ফের বাড়ছে বেতন, এবার মাসে কত টাকা পাবেন দেশের সাংসদরা? পেনশন, দৈনিক ভাতাও বৃদ্ধি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement