Covid 19 Nasal Vaccine Price: নাকে ড্রপ নিলেই বুস্টারের কাজ! করোনার ন্য়াসাল ভ্য়াকসিনের দাম কত, চূড়ান্ত করল কেন্দ্র
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
আপাতত বেসরকারি হাসপাতালেই মিলবেন ইনকোভ্য়াক। ফলে ৮৪০ টাকার সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা মূল্য় যোগ হবে।
#নয়াদিল্লি: করোনার ন্য়াসাল ভ্য়াকসিন ইনকোভ্য়াক-এর দাম চূড়ান্ত করে ফেলল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ন্য়াসাল ভ্য়াকসিনের প্রতি ডোজের দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি। সবমিলিয়ে ভ্য়াকসিনের দাম দাঁড়াবে ৮৪০ টাকা।
আপাতত বেসরকারি হাসপাতালেই মিলবেন ইনকোভ্য়াক। ফলে ৮৪০ টাকার সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির পরিষেবা মূল্য় যোগ হবে। সব খরচ ধরে তাই ন্য়াসাল ভ্য়াকসিনের প্রতিটি ডোজ নেওয়ার খরচ দাঁড়াতে পারে এক হাজার টাকার কাছাকাছি।
advertisement
যদিও সূত্রের খবর, ভ্য়াকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেকের পক্ষ থেকে এই ভ্য়াকসিনের দাম ১০০০ টাকা রাখার জন্য় কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল। যদিও তার থেকে দাম কিছুটা কমই রাখল কেন্দ্রীয় সরকার।
advertisement
যাঁরা এখনও করোনা ভ্য়াকসিনের বুস্টার ডোজ নেননি, তাঁরাও বুস্টার ডোজ হিসেবে এই ন্য়াসাল ভ্য়াকসিন নিতে পারবেন। অর্থাৎ ভ্য়াকসিন নেওয়ার জন্য় শরীরে সুঁচ ফোটাতে হবে না। নাকে ড্রপ নিলেই এই ভ্য়াকসিনের করোনার প্রতিষেধক হিসেবে কাজ করবে। ফলে যাঁদের শরীরে সুঁচ ফুটিয়ে ভ্য়াকসিন নিতে ভয়, তাঁরাও সহজেই এই ভ্য়াকসিন নিতে পারবেন।
advertisement
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ন্যাসাল ভ্য়াকসিন ভারত বায়োটেকের iNCOVACC-কে ছাড়পত্র দিয়েছে। শীঘ্রই বেসরকারি ভ্যাকসিন সেন্টার থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। কোউইন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করে এই ন্যাসাল ভ্যাকসিন নেওয়া যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 12:45 PM IST