Missionaries of Charity: মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি, দিনভর বিতর্কের পর দাবি কেন্দ্রের

Last Updated:

নেতিবাচক তথ্য পাওয়ায় মিসনারিজ অফ চ্যারিটির এফসিআরএ অর্থাৎ বিদেশি অর্থ গ্রহণের লাইসেন্স নবীকরণ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার (Missionaries of Charity)।

মিশনারিজ অফ চ্যারিটি নিয়ে বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
মিশনারিজ অফ চ্যারিটি নিয়ে বিবৃতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
#নয়াদিল্লি: দিনভর নানা জল্পনার পর অবশেষে কেন্দ্রীয় সরকার দাবি করল, মিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity) কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিদেশি অনুদান গ্রহণের নিয়ম না মানায় তাদের লাইসেন্স পুনর্নবীকরণের অনুমতি দেওয়া হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, মিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity Bank Account Freeze) তরফেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয়েছিল স্টেট ব্যাঙ্ককে।
নেতিবাচক তথ্য পাওয়ায় মিসনারিজ অফ চ্যারিটির এফসিআরএ অর্থাৎ বিদেশি অর্থ গ্রহণের লাইসেন্স নবীকরণ করা হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ  ২০১০ ও ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন রুলস বা এফসিআরআর ২০১১-র আওতাধীন কয়েকটি নিয়ম বা শর্ত পূরণ না করতে পারায় মিসনারিজ অফ চ্যারিটির বিদেশি অনুদান গ্রহণের অনুমতি রদ করা হয়েছে।
advertisement
কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্তের কথা ২৫ ডিসেম্বর মিশনারিজ অফ চ্যারিটিকে বিষয়টি জানানো হয়। সরকারের তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে যে মিশনারিজ অফ চ্যারিটির পুনর্নবীকরণ আবেদন বিবেচনা করার সময় কিছু নেতিবাচক তথ্য মিলেছে। রেকর্ডে থাকা এই তথ্যগুলির বিবেচনায়, মিশনারিজ অফ চ্যারিটির পুনর্নবীকরণের আবেদন অনুমোদিত হয়নি।
advertisement
advertisement
মিশনারিজ অফ চ্যারিটির রেজিস্ট্রেশন ৩১শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত বৈধ ছিল। মিশনারিজ অফ চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশন স্থগিত বা বাতিল করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছে কেন্দ্র।
advertisement
মিশনারিজ অফ চ্যারিটির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার খবরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখেছেন, "বড়দিনের আবহে মিশনারিজ অফ চ্যারিটির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই খবর শুনে আমি স্তম্ভিত। ওদের ২২ হাজার কর্মী এবং রোগী খাবার এবং ওষুধ ছাড়া দিন কাটাচ্ছেন। আইন সবার ঊর্ধ্বে হলেও, মানবিক কাজ বন্ধ রাখা উচিত নয়।"
advertisement
সম্প্রতি গুজরাতে মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ উঠেছে। জোর করে আবাসিক মেয়েদের ধর্মান্তকরণের অভিযোগ-সহ হিন্দু ভাবাবেগে আঘাতের মতো একাধিক ধারায় গুজরাতে এফআইআর দায়ের হয়েছে মাদার টেরিজার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মিশনারিজ অফ চ্যারিটি। তাদের তরফে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Missionaries of Charity: মিশনারিজ অফ চ্যারিটির অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি, দিনভর বিতর্কের পর দাবি কেন্দ্রের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement