কাজিরাঙা ন্যাশনাল পার্ককে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের
Last Updated:
লালকেল্লার পর কাজিরাঙা ন্যাশনাল পার্ককেও দত্তক দেওয়ার সিদান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে অসমের আরও তিনটি ঐতিহাসিক স্থানকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে।
#নয়াদিল্লি: লালকেল্লার পর কাজিরাঙা ন্যাশনাল পার্ককেও দত্তক দেওয়ার সিদান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে অসমের আরও তিনটি ঐতিহাসিক স্থানকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল রাজ্যবাসী।
দিল্লির ঐতিহাসিক লালকেল্লার দেখভালের ভার ডালমিয়া গ্রুপকে সঁপে দেওয়ার পর দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা। দেশজোড়ো বিরোধিতার মধ্যে পড়েও দমবার পাত্র নয় কেন্দ্র। মঙ্গলবারের সিদ্ধান্ত তারই প্রমাণ করে। পর্যটকদের অত্যন্ত প্রিয় কাজিরাঙা ন্যাশনাল পার্ক পরিচালনার ভার এবার বহন করবে বেসরকারি সংস্থা। জাঙ্গল ট্রাভেলস ইন্ডিয়া গ্রুপ কাজিরাঙার দায়িত্ব নিচ্ছে। সেইসঙ্গে অষ্টাদশ শতাব্দীর শিবসাগর রং ঘর, কারেং ঘর রাজপ্রাসাদ ও শিবমন্দিরের দায়িত্বও এই সংস্থা পাচ্ছে।
advertisement
কেন্দ্রের এই সিদ্ধান্তেই ফের বিতর্ক তৈরি হয়েছে। ক্ষোভে ফুঁসছে অসমবাসী। তাঁদের দাবি, একশৃঙ্গ গন্ডারের টানে প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক কাজিরাঙায় আসেন। তা থেকে ভাল অর্থ উপার্জন হয়। অন্য তিনটি ঐতিহাসিক স্থানের গুরুত্বও অপরিসীম। অসমের গর্ব এইসব স্থানকে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে আখেড়ে রাজ্যের ক্ষতি করছে কেন্দ্র। এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে অসমবাসী।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2018 8:50 AM IST