হোম /খবর /দেশ /
CCTV: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেল যাত্রীর ! তারপর ? দেখুন ভিডিও

CCTV: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেল যাত্রীর ! তারপর ? দেখুন ভয়ঙ্কর সেই দৃশ্য

  • Last Updated :
  • Share this:

    #আহমেদাবাদ: চলন্ত ট্রেনে না ওঠা বা ট্রেনে ওঠার সময় সাবধানতা অবলম্বন করার জন্য যাত্রীদের ভারতীয় রেলের পক্ষ থেকে বারবার সচেতন করেও লাভ হচ্ছে না ৷ আহমেদবাদে মঙ্গলবার সকালে যাত্রীর অসাবধানতাবশত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাচ্ছিল ৷ আরেকটু হলেই তাঁকে বাঁচানো সম্ভব হত না ৷ কিন্তু কপাল জোরে সেসময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন রেল পুলিশের দুই কনস্টেবল ৷ তাঁদের জন্যই শেষপর্যন্ত প্রাণে বেঁচে যান ওই যুবক ৷

    আহমেদাবাদ স্টেশনে ১২৯১৫ আশ্রম এক্সপ্রেস ধরার জন্য ছুটছিলেন ওই যাত্রী ৷ কিন্তু চলন্ত ট্রেনে চড়তে গিয়েই বিপত্তি ৷ পা ফসকে পড়ে যান তিনি ৷ আরেকটু হলেই প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁক দিয়ে তলায় লাইনে পড়ে যাচ্ছিলেন ৷ কিন্তু কপালজোরে এ যাত্রায় প্রাণে বেঁচে যান ওই যুবক ৷ রেল মন্ত্রকের তরফে এই ভিডিও ট্যুইটও করা হয় ৷

    আরও দেখুন-

    First published:

    Tags: CCTV Footage, Rail Accident