Gurugram CCTV Footage: গাড়ি চালাতে চালাতে ঘুমিয়েই পড়লেন চালক ! নিয়ন্ত্রণহীন গাড়ি পিষে দিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ২ পড়ুয়াকে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Gurugram civil engineer was arrested for ramming into two men: ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় একজন ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷
গুরুগ্রাম: স্টিয়ারিংয়ে বসে বসে প্রায় ঘুমিয়েই পড়েছিলেন চালক ৷ আর তাতেই হরিয়ানার গুরুগ্রামে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণহীন গাড়ি পিষে দিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পড়ুয়াকে ৷ ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় একজন ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ ওই দুই পড়ুয়া রাস্তার ধারের একটি ধাবায় খেতে এসেছিলেন বলে জানা গিয়েছে ৷
ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন, দিল্লি-জয়পুর হাইওয়েতে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আইনের পড়ুয়া, দুই ছাত্র রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছেন, সে সময়ে দ্রুতগামী একটি স্কোডা গাড়ি এসে তাঁদের ধাক্কা দেয়।
advertisement
advertisement
Horrifying hit & run case on NH-48 service lane in Gurugram. A Skoda Rapid veered off course, accelerates, rams guard rails & two LLB students, killing one of them instantly at spot. A commuter chased the Skoda & recorded its Reg no.@HTGurgaon @htTweets @leenadhankhar pic.twitter.com/o6eLuwEs2z
— Debashish Karmakar (@DebashishHT) June 25, 2025
advertisement
গাড়ির গতি এতটাই বেশি ছিল যে প্রায় ১০ মিটার দূরে ছিটকে পড়েন ওই দুই ছাত্র। কিন্তু গাড়িটি এরপরও থামেনি ৷ ধাক্কা দিয়ে চালক আরও জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায় ঘটনাস্থল থেকে ৷ পরে সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি এবং তার চালককে শনাক্ত করে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Gurgaon,Haryana
First Published :
June 27, 2025 10:21 AM IST