৩৬ ঘণ্টা পর অবশেষে খোঁজ মিলল CCD-র কর্ণধার ‘কফি কিং’ ভিজি সিদ্ধার্থের
Last Updated:
সোমবার সন্ধে থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন সিদ্ধার্থ ৷ ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর জামাই সিদ্ধার্থকে শেষবার দেখা গিয়েছিল বেঙ্গালুরু থেকে ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালোরের নেত্রবতী নদীর ব্রিজে৷
#বেঙ্গালুরু: নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা কেটে যাওয়ার পর অবশেষে খোঁজ পাওয়া গেল ক্যাফে কফি ডে-র কর্ণধার ‘কফি কিং’ ভিডি সিদ্ধার্থের ৷ বুধবার সকালে নেত্রাবতী নদী থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ ৷
সোমবার সন্ধে থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন সিদ্ধার্থ ৷ ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণর জামাই সিদ্ধার্থকে শেষবার দেখা গিয়েছিল বেঙ্গালুরু থেকে ৩৭৫ কিমি দূরে ম্যাঙ্গালোরের নেত্রবতী নদীর ব্রিজে৷ সিদ্ধার্থর গাড়ির চালক পুলিশকে জানান, ব্রিজে গাড়ি থামাতে বলে সিদ্ধার্থ নেমে যান৷ তারপর আর ফেরেননি৷ তাঁর হদিশও পাওয়া যায়নি৷ ফোনও সুইচড অফ ছিল৷ গাড়ি থেকে নামার সময় তিনি ফোনে কথা বলছিলেন ৷ ঘণ্টা দেড়েক কেটে যাওয়ার পরেও তিনি না ফিরে আসায় চালক খোঁজাখুঁজি শুরু করেন ৷ কিন্তু খুঁজে পাননি ৷
advertisement
এরপরেই নেত্রবতী নদীতে ডুবুরি নামিয়ে ও হেলিকপ্টারের মাধ্যমে শুরু হয় জোরদার তল্লাশি ৷ ৩৬ ঘণ্টা পর অবশেষে উদ্ধার হয় দেহ ৷
advertisement
Karnataka: Search operation underway for founder & owner of Cafe Coffee Day (CCD), #VGSiddhartha. He has gone missing from Mangaluru. pic.twitter.com/aizSkMsaFs
— ANI (@ANI) July 30, 2019
advertisement
সিদ্ধার্থের সঙ্গে এসএম কৃষ্ণর বড় মেয়ে মালবিকার বিয়ে হয়েছিল৷ তাঁদের দু’টি ছেলেও আছে৷ ক্যাফে কফি ডে ছাড়াও একটি হসপিটালিটি চেন রয়েছে তাঁর৷ ১৯৯০ সালে ক্যাফে কফি ডে নামে একটি ছোট ক্যাফে খোলেন তিনি৷ বর্তমানে যা আন্তর্জাতিক ব্র্যান্ড৷ ১০ হাজার কর্মী সারা দেশে কাজ করেন ক্যাফে কফি ডে-তে৷ কেন হঠাৎ প্রতিষ্ঠিত, সফল ব্যবসায়ী বলে পরিচিত সিদ্ধার্থ আত্মহত্যা করতে গেলেন ৷ তদন্ত করতে নেমে সিদ্ধার্থর গাড়ি থেকে একটি সুইসাইড নোট পায় পুলিশ ৷ তাতে লেখা, ‘‘অনেক চেষ্টা করেও লাভজনক একটি ব্যবসার মডেল তৈরি করতে পারলাম না৷ আমি ব্যর্থ৷ অনেক মানুষের বিশ্বাস ভঙ্গ করার জন্য আমায় ক্ষমা করবেন৷’’ চিঠিতে আরও লেখা, ‘‘আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি৷ অনেক দিন ধরে লড়াই করেছি৷ কিন্তু আজ আমি ছেড়ে দিলাম৷ আমার প্রাইভেট ইক্যুইটি পার্টনারদের মধ্যে একজন আমায় ক্রমাগত শেয়ার বিক্রির জন্য চাপ দিচ্ছে৷ সেই চাপ আর নিতে পারছি না৷ আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, নতুন ম্যানেজমেন্টের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান৷ শক্ত থাকুন৷ আমার টিম, অডিটর ও সিনিয়র ম্যানেজমেন্ট আমার আর্থিক লেনদেনের বিষয়ে কিছু জানেন না৷ এই তথ্যগুলি আমি কারও সঙ্গে কোনও দিনও শেয়ার করিনি, এমনকী পরিবারের সঙ্গেও নয়৷ কিন্তু কাউকে ঠকানোর কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আমার ছিল না৷ একজন উদ্যোগপতি হিসেবে আমি ব্যর্থ৷’’
advertisement
Mangaluru Police Commissioner Sandeep Patil: We found the body early morning today. It needs to be identified, we have already informed the family members. We are shifting the body to Wenlock Hospital. We will continue further investigation. #Karnataka pic.twitter.com/bViP94Mpit — ANI (@ANI) July 31, 2019
advertisement
Location :
First Published :
July 31, 2019 9:10 AM IST