নজিরবিহীন পদক্ষেপ! দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর ফোন, কম্পিউটার বাজেয়াপ্ত করল সিবিআই

Last Updated:

সিবিআই-এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে একাধিক দূর্নীতি রয়েছে।

ফাইল ছবি
ফাইল ছবি
#নয়াদিল্লি: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে হানার সময় দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর ফোন ও কম্পিউটার সিজ করে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এমনই দাবি করেছেন মণীশ। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে অপ-ব্য়বহার করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেছেন, সিবিআইয়ের দল সকালে আমার বাড়িতে হানা দিয়েছে, তল্লাশি চালিয়েছে। আমার বাড়িতে এসে কম্পিউটার ও ফোন বাজেয়াপ্ত করে নিয়েছে সিবিআই। আমি ও আমার পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে। আমি ও আমার পরিবার কোনও অন্য়ায় করেনি, কোনও দূর্নীতির সঙ্গে আমরা যুক্ত নই, সেই কারণে কোনও ভয়ের কারণ নেই।
সিবিআই-এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে একাধিক দূর্নীতি রয়েছে। এই অভিযোগে দায়ের করা সিবিআই-এর এফআইআর-এ এক নম্বরে রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম৷ সিসোদিয়া সহ মোট ১৫ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ সিবিআই-এর অভিযোগ, সিসোদিয়া ঘনিষ্ঠকে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন সমীর মহেন্দ্রু নামে এক মদ ব্যবসায়ী৷ এর পাশাপাশি সিসোদিয়ার আরও এক ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর থেকে নগদে দুই থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন বলেও এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই৷
advertisement
advertisement
আরও পড়ুন: নগদে ৫ কোটি ৬৩ লাখ, সঙ্গে ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের ব্যবসায়ী
মঙ্গলবার এ দিন সকাল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ সাতটি রাজ্যের ৩১টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই৷ ১২ ঘণ্টা ধরে এই তল্লাশি অভিযান চলে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিসোদিয়া৷ তিনি দিল্লির এক্সাইস দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী৷দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন৷ আম আদমি পার্টিও সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে৷ এফআইআর-এ সিসোদিয়া ছাড়াও বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে৷ এ ছাড়াও সিসোদিয়ার ঘনিষ্ঠ তিন জনের নাম রয়েছে এফআইআর-এ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নজিরবিহীন পদক্ষেপ! দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর ফোন, কম্পিউটার বাজেয়াপ্ত করল সিবিআই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement