প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বাড়িতে CBI তল্লাশি
Last Updated:
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকের বাড়িতে CBI হানা ৷
#চেন্নাই: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বাড়িতে CBI হানা ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সকালেই চিদম্বরম ও তাঁর ছেলের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি দল ৷ শুধু চিদম্বরমের বাসগৃহই নয়, আরও ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে CBI-এর বিশেষ দল ৷ দিল্লি থেকে চেন্নাই একাধিক জায়গায় CBI হানা ৷
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে ২০০৭-০৮ সালে INX মিডিয়াকে বিদেশে বিনিয়োগের ছাড়পত্র ও অবৈধভাবে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ একইসঙ্গে বাবার ক্ষমতার সাহায্যে FIPB ছাড়পত্র পাইয়ে দেওয়ার জন্য কার্তি চিদম্বরমের বিরুদ্ধে ৯০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ৷
উল্লেখ্য, এই INX মিডিয়ার অধিকর্তা পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ যারা শিনা বোরা খুনে অভিযুক্ত ৷
advertisement
advertisement
সোমবার পিটার-ইন্দ্রাণী-কার্তির বিরুদ্ধে INX মিডিয়ার দায়ের করা FIR-র ভিত্তিতেই এদিন পি.চিদম্বরমের চেন্নাইয়ের বাড়িতে এবং কার্তি চিদম্বরমের করাইকুদির বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
এই অভিযোগ অস্বীকার করে বিবৃতি জারি করে পি চিদম্বরম বলেন, ‘আমার বিরুদ্ধে এরকম কোনও অভিযোগই নেই ৷ এইভাবে সিবিআই-কে লেলিয়ে দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করার প্রচেষ্টা সরকারের ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2017 10:06 AM IST