নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি

Last Updated:

খুনের পর কেটে গিয়েছিল তিনটি বছর ৷ দীর্ঘ তিন বছর পর অবশেষে যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

#মুম্বই: নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি ৷ খুনের পর কেটে গিয়েছে তিনটি বছর ৷ দীর্ঘ তিন বছর পর অবশেষে যুক্তিবাদী নরেন্দ্র দাভলকর হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ২০১৩ সালের এই খুনের ঘটনায় হিন্দু জনজাগ্রুতি সমিতির সদস্য বীরেন্দ্র সিং তাওড়েকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮.৩০ নাগাদ পানভেল এলাকা থেকে তাওড়েকে গ্রেফতার করে সিবিআই ৷ শনিবার পুণেতে আদালতে তাকে পেশ করা হবে ৷
২০১৪ সালের মে মাসে নরেন্দ্র দাভলকর হত্যা মামলার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই ৷ এরপর এই ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
তাওড়ের বাড়িতে হানা দেওয়ার ঠিক ন’দিন পর তাকে গ্রেফতার করা হয়েছে ৷ হিন্দু জনজাগ্রুতি সংস্থার মেডিক্যাল অফিসার ছিলেন তাওড়ে ৷ জানা গিয়েছে, পেশায় ইএনটি তাওড়ে গত ১৫-২০ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন ৷
advertisement
সিবিআই আধিকারিকরা জানিয়েছেন যে তারা তাওড়েকে গত কয়েকদিন ধরে জেরা করছে ৷
গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, তাওড়ে বাড়িতে তল্লাশি চালানোর সময় তার ল্যাপটপ থেকে বেশ কিছু ফোন নম্বর ও ই-মেল উদ্ধার করেছে পুলিশ ৷ সেগুলিকে এখন খতিয়ে দেখা হচ্ছে ৷
অগাস্ট ২০, ২০১৩ সালে প্রাতঃভ্রমনের সময় নরেন্দ্র দাভলকরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ৷ ঘটনাটি পুণের ওমকারেশ্বর মন্দিরের সামনে ঘটে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নরেন্দ্র দাভলকর হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতারি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement