ঘুষ নিতে গিয়ে ধরা পড়তেই হাজার হাজার টাকা ছিঁড়ে কমোডে ফ্ল্যাশ করে দিলেন অফিসার!
Last Updated:
ঘুষ নেওয়ার সময় রাজ্যের অ্যান্টি করাপশন ব্যুরো (ACB) একেবারে হাতেনাতে ধরে ফেলে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর শাকিল আনসারিকে ৷
#হয়াদরাবাদ: ঘুষ নিচ্ছিলেন তিনি ৷ অভিযোগকারীর বাড়ি গিয়ে একটি মামলায় সামন্য রদবদল করার খেয়ারত হিসাবেই ঘুষের টাকা পকেটে পুড়ছিলেন ৷ কিন্তু বুঝতে পারেননি আসলে বাঘের ঘরেই ঘোগের বাসা ৷ যাঁর কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন, সেই ব্যক্তিই পরে হাতে-নাতে ধরে ফেলেন হায়দরাবাদের ওই ল অফিসারকে ৷
সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের শাদনগর এলাকায় ৷ ঘুষ নেওয়ার সময় রাজ্যের অ্যান্টি করাপশন ব্যুরো (ACB) একেবারে হাতেনাতে ধরে ফেলে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর শাকিল আনসারিকে ৷
শাদনগরের জুনিয়র ফার্স্টক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টে কাজ করেন আনসারি ৷ সেখানেই ACB-র প্রভাকর রেড্ডির কাছ থেকে ৮০০০ টাকা দাবি করেন আনসারি ৷ কথা হয়েছিল এই টাকা পেলে একটি মামলা থেকে প্রভাকরের মায়ের নাম বাদ দিয়ে দেবেন আনসারি ৷ ঠিক যখন রেড্ডির বাড়িতে বসে এই টাকাটা তিনি নিচ্ছেন, তখনই ACB টিম সেখানে চলে আসে ৷ নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ঘুষের টাকা ছিঁড়ে ফেলেন আনসারি ৷ এমনকি কমোডে গিয়ে ফ্ল্যাশও করে দেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2019 8:21 AM IST