#নয়াদিল্লি: ফের শিরোনামে ‘কাস্টিং কাউচ’ ৷ সরোজ খানের পরে এবার কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীর মুখেও শোনা গেল কাস্টিং কাউচ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য ৷
মঙ্গলবার কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেন, ‘শুধু ফিল্মি দুনিয়ায় নয়, সর্বত্রই মহিলাদের জন্য উপস্থিত এমন অবমাননাকর পরিস্থিতি ৷ বলিউড বাদে অন্যান্য কর্মক্ষেত্র বা পার্লামেন্টও এর ব্যতিক্রম নয় ৷ সেখানেও চলে কাস্টিং কাউচের মতো ঘটনা ৷’
এখানেই শেষ নয়, শ্রীমতী চৌধুরির মতে এটাই সঠিক সময় যখন ‘মি টু’ বলে গোটা ভারতের প্রতিবাদে গর্জে ওঠা উচিত ৷
কাস্টিং কাউচ নিয়ে সরোজ খানের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে বলতে গিয়েই এমন উক্তি কংগ্রেস সাংসদের ৷ সংবাদমাধ্যমকে সরাসরি কাস্টিং কাউচের সমর্থনে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের মুখে কোরিওগ্রাফার সরোজ খান ৷ তিনি দাবি করেন, ‘মহিলাদের সম্মতিতেই হয় যৌন সম্পর্ক ৷ আর এই ঘটনা কোনও নতুন নয় ৷ বাবা আদমের সময় থেকে এই নিয়মই চলে আসছে ৷’ সরোজ খানের এই মন্তব্যেই উঠেছে বিতর্কের ঝড় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Casting Couch, Casting couch Comment, Congress, Parliament, Renuka Chowdhury, Saroj Khan