Car Drags Traffic Police: পুলিশকে গাড়ির বনেটে ১০০ মিটার নিয়ে গেল চালক! কোনও মতে প্রাণে বাঁচলেন ব্যক্তি, দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Car Drags Traffic Police: আর পাঁচ দিনের মতোই ট্রাফিকের কাজ করছিলেন ওই পুলিশ৷ কিন্তু এমন ঘটনা ঘটবে তিনি হয়তো ভাবতেও পারেননি৷ যাই হোক, সেই কনস্টেবলের কপাল ভালো যে তিনি গাড়ির নিচে চলে যান নি৷ তাহলে এই ঘটনা আরও মারাত্মক আকার নিত৷
শিবমোগা: কর্ণাটকের শিবমোগায় এক ব্যক্তির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে৷ এটাই যে, তিনি তার গাড়ি চালিয়ে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়েছেন৷ এক ট্রাফিক পুলিশকে গাড়ির চালক, গাড়ির বনেটে ঝুলিয়ে ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং সেই ভিডিও দেখলে আপনিও চমকে উঠবেন গ্যারান্টি৷
এই ঘটনা ঘটে যখন কনস্টেবল প্রভু অভিযুক্ত মিঠুনকে থামানোর চেষ্টা করেন। বুধবার বিকেলে এক ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে, যখন প্রভু মিঠুনের গাড়ি থামিয়ে পার্ক করতে বলেন।
advertisement
আর পাঁচ দিনের মতোই ট্রাফিকের কাজ করছিলেন ওই পুলিশটি৷ কিন্তু এমন ঘটনা ঘটবে তিনি হয়তো ভাবতেও পারেননি৷ যাই হোক, সেই কনস্টেবলের কপাল ভালো যে তিনি গাড়ির নিচে চলে যান নি৷ তাহলে এই ঘটনা আরও মারাত্মক আকার নিত৷
advertisement
রোজকার মতোই ট্রাফিক ব্যস্ত ছিল শিবমোগার এই রাস্তা৷ সেখানে দাঁড়িয়ে গাড়িগুলিকে এক ধারে দাঁড়ানোর জন্য বলছিলেন ওই পুলিশ৷ দেখা গিয়েছে, অভিযুক্ত ওই গাড়ির সামনেও তিনি দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন সেটিকে সাইটে নিয়ে যাওয়ার জন্য৷ মিনিট খানেকও নয়, তারপরই অঘটন৷
advertisement
ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, অভিযুক্ত গাড়ির চালক মিঠুন পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্ক করছেন৷ কনস্টেবলটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। মিনিট খানেক কথাবার্তা চলার পরই মিঠুন তার গাড়িটি দ্রুত চালিয়ে দেন৷ বিপদ বুঝে সরার চেষ্টা করেছিলেন কনস্টেবল৷ লাভ হয়নি৷ গাড়ির বনেটেই থেকে যান তিনি৷ এরপর তাঁকে ওই অবস্থাতেই টেনে নিয়ে চলে যায় গাড়ি৷ প্রায় ১০০ মিটার পর গাড়ি থাকে এবং পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরাও ঘটনাটি দেখেছেন৷
advertisement
KARNATAKA I Shivamogga’s streets turned into a scene straight out of a Hollywood chase – but this wasn’t for entertainment.
A man allegedly dragged a traffic cop on his car’s bonnet for over 100 meters!
When did respect for the law enforcement vanish? After… pic.twitter.com/Pf8qKT3Lcc
— Bharggav Roy 🇮🇳 (@Bharggavroy) October 24, 2024
advertisement
এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে অভিযুক্ত গাড়ির চালক মিঠুনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শিবমোগা পুলিশ নিশ্চিত করেছে যে তারা অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে। এবং দ্রুতই অভিযুক্তকে ধরে ফেলা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 1:07 PM IST